Lets go to know about past Indefinite Tense and - TopicsExpress



          

Lets go to know about past Indefinite Tense and structure. সাধারণ ভাবে অতীতে কোনো কাজ হয়ে গেছেpast Indefiniteহয়। এর বেবহার বিধি হল sub এর পরে সোজা past form of the verbsনিয়ে আস্তে হবেperson/no অনুসরণ করার প্রয়োজন নাই,,, যেমন ঃ I Liked(আমি পছন্দ করেছিলাম) আর হয়নি বুঝাতে হলে sub এর পরেই did not যোগ করে মুল (present) verb ব্যবহার করতে হবে। যেমন ঃ He did not Recieve( সে গ্রহণ করেনি) এবং অতীতে হয়েছে কিনা প্রশ্ন করতে হলেDid আগে বসিয়ে sub বসাবেন এবং পরে মুল (present) verb হবে। যেমন ঃ Did they send?(তারা পাঠিয়েছিল?) সংক্ষিপ্ত আকারে past indefinite Tenseতুলে ধরলাম,বুঝে আসল কিনা জানিনা। আর বিশ্লেষণ করে আগামীতে পুষ্ট করব ইনশাআল্লাহ্। বাকি প্রকার গুলার আলোচনা ভিত্তি করবে আপনাদের মতামতের উপর আমাদের পেইজ এ একটু অন্য রকম পুষ্ট মিলবে, তাই পুষ্ট এ লাইক,কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এতে আমরা পুষ্ট করতে উৎসাহ পাব। পেইজ আর আছে তবে আমি নিশ্চিত যে এই ধরনের পুষ্ট অন্ন পেইজ এ পাবেন না open challenge। -page Founder Belal ahmed Bj
Posted on: Sun, 04 Jan 2015 04:19:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015