Leviathan(2014) রাষ্ট্রীয় বা - TopicsExpress



          

Leviathan(2014) রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের কবলে সাধারণ মানুষের নাজেহাল হবার কাহিনী আর তার বিরুদ্ধে একজন প্রায় সুপারহিরো (ফাটাকেষ্ট) এর আবির্ভাব-উপমহাদেশের অনেক ছবির কমন প্লট। কিন্তু বাস্তবে তো আমরা কোন ফাটাকেষ্টের দেখা পাই না! ক্ষমতাধরদের প্রবল প্রতাপে আমরা উড়ে যায় খড়কুটোর মত। Leviathan ছবির নিকোলাই ঠিক এমনি একজন সাধারণ মানুষ। একদিকে তার নিজের ভিটেমাটি হারানোর শংকা, অন্যদিকে অন্দরমহলে চলছে রীতিমত গৃহদাহ। প্রশাসন, বিচার বিভাগ কিংবা চার্চ- কেউ তার সহায্যে এগিয়ে আসে না। স্বয়ং ভাগ্যদেবী পর্যন্ত তার সাথে রসিকতা করতে ছাড়ে না। সে যেন কাফকার কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যার জীবনটাই এক ভয়াল দুঃস্বপ্ন! Leviathan এপিক স্কেলের বিষণ্ণতার আখ্যান। কিন্ত নির্মম-নিঠুর-রসকষহীন বাস্তবতার এ ছবি আপনি কেন দেখবেন তাইতো? ওয়েল, প্রথমত এবং প্রধানত বলব এর অনেস্ট আর রিয়েলিস্টিক স্টোরিটেলিং এর কথা। এর সাথে যোগ করুন দারুণ অভিনয় আর চোখ জুড়ানো কিন্তু বিষণ্ণতার মোড়কে জড়ানো সিনেমাটোগ্রাফি। বিশেষ করে গোধূলিলগ্নের দৃশ্যগুলি অনেকদিন চোখে লেগে থাকবে। আর ফিলিপ গ্লাসের কম্পোজিশনে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরতো পুরো ছবির টোনটাকেই তুলে ধরে দারুণভাবে। নিঃসন্দেহে ২০১৪ সালের সেরা ছবিগুলোর একটি। ৯৯% রটেনে স্কোর, ৯১% মেটাস্কোর আর বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ফিল্ম হিসেবে গোল্ডেন গ্লোব জয় ও অস্কার নমিনেশন বোধহয় সে কথাই বলে। imdb/title/tt2802154/?ref_=ttsnd_snd_tt
Posted on: Sun, 25 Jan 2015 20:45:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015