Love is blind, they say. They must have had Bangladesh cricket - TopicsExpress



          

Love is blind, they say. They must have had Bangladesh cricket fans in mind when they said it. In fact, this love goes further than mere blindness- ESPNcricinfo-র সাব এডিটরও বুজলো, আই উইশ যারা বুঝার তারা যদি বুঝত!! অন্তত একবারের জন্যও যদি বুঝত!! এই পাগলামি, এই ভালবাসা, এই উচ্ছ্বাস, এই বাড়াবাড়ি- সবই তো তোদের জন্যঃ বাংলাদেশ ক্রিকেট টিম। একবার, শুধু একবার চোখ বন্ধ করে ফীল কর এই বিশুদ্ধ আবেগগুলো, সত্যি ইচ্ছা করবে সবটুকু সামর্থ্য দিয়ে ছুঁয়ে যেতে। আর আমরা পাগলগুলা তো আছি-ই তদের পাশে, সবসময়- ভালো কিংবা খারাপে, পিচ ঢালা মসৃণ রাস্তায় অথবা বাঁক সঙ্কুল পাহাড়ি পথে। একবার পিছনে তাকালেই পাবি আমাদের- ১৬ কোটি আমরা। ভালবাসা সবসময়, শর্তহীন নিঃস্বার্থ- বাংলাদেশ ক্রিকেট টিম
Posted on: Tue, 01 Apr 2014 04:19:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015