MBBS, Bachelor level, Session: 2014-2015 #Armed_Forces_Me dica_ - TopicsExpress



          

MBBS, Bachelor level, Session: 2014-2015 #Armed_Forces_Me dica_ College Apply Procedure: (১) ইন্টারনেটে ওয়েব ঠিকানায় প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি ও এইচএসসি/ সমতুল্য) এর জন্য ও জিসিই (এ/ও/উভয় লেভেল) এর জন্য আলাদা পথ নির্দেশ করা আছে। (২) জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার Screen এ আসবে। এ/ও লেভেল-এ পাশ করা প্রার্থীগণের জন্য Director, Medical Education ,DGHSএর কাছ থেকে Equivalent Certificate ও Code সংগ্রহ করতে হবে এবং কোড নং টাইপ করে সাবমিট করলে ফর্ম পাওয়া যাবে। (৩) আবেদন পত্র পূরণের জন্য টাইপ ও অপশন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথী সংযুক্ত করতে হবে। (ক) ছবি (৩০০/৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg / jpegহতে হবে)। (খ) স্বাক্ষর (৮০/৩০০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg /jpeg হতে হবে)। (৪) আবেদনপত্র পূরণ সঠিক ভাবে সম্পনড়ব হলে কম্পিউটার Screen এ প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে যার প্রিন্ট নেওয়া যাবে। (৫) প্রার্থীকে আবেদন পত্র পূরণের ৪৮ ঘন্টার মধ্যে নির্দেশিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার আনুষাঙ্গিঁক খরচ বাবদ ৬০০/- (ছয়শত মাত্র) টাকা (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন। টাকা সঠিক ভাবে জমা হলে ফর্মে দেওয়া মোবাইল নম্বরে sms-এ অবগত করা হবে। টাকা পাঠানোর শেষ সময় ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০০ ঘটিকা পর্যন্ত। (৬) আবেদনকারী ৪০০০ (চার হাজার) জন এর বেশি হলে, মেধা ও কোটার ভিত্তিতে প্রথম ৪০০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীগণকে মোবাইলে sms দ্বারা অবহিত করা হবে। (৭) ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ১৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত একই ওয়েব সাইট (( afmc.teletalk.co m.bd)) হতে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন। যেখানে প্রার্থীর রোল নং, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রবেশ পত্রটি পরবর্তিতে প্রার্থীর পরিচয় পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে। প্রবেশপত্র হারানো গেলে পূনরায় তা একই ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার হলে অবশ্যই প্রবেশপত্র নিয়ে আসতে হবে। (৮) পরীক্ষা ফি ৬০০/- টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বাকি কাজ যে কোন মোবাইলে চলবে। (৯) ফিস জমা দেওয়ার পদ্ধতি: (ক) টেলিটকের Prepaid মোবাইল ফোনের Message অপশনে গিয়ে AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে sms প্রেরণ করতে হবে। খ। AFMC< User ID > and send to 16222 [Example: AFMC Y1837766] (১০)আবেদন পত্র পূরনে কোন ভুল হলে প্রথী পূনরায় আবেদন পূরন করতে পারবেন । সে ক্ষেত্রে প্রাথীকে পূনরায় ফি আবেদনপ্রত্রের ফি প্রদান করতে হবে(ইতিমধ্যে ফি জমা দিয়ে থাকলে) এবং পূবের আবেদন পত্রটি বাতিলের জন্য কমান্ড্যান্ট,এএফএ মসি বরাবর আবেদন করতে হবে ।(ইমেল এর মাধ্যেমেও আবেদন করা যাবে) গ। কলেজ এর প্রসপেক্টাস, এফএকিউ, ফর্ম পূরণের পদ্ধতি ইত্যাদি তথ্য ওয়েব ঠিকানায় পিডিএফ হিসেবে দেওয়া আছে। এছাড়াও ০১৭৭৫০২১৫১৯ নম্বর-এ অফিস চলাকালীন সময় যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানা যাবে। ঘ। কলেজ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য একটি ‘ভর্তি সংক্রান্ত তথ্য কেন্দ্র’ অফিস চলাকালীন সময় খোলা থাকবে। ঙ। ও এবং এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের নিজ দায়িত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সমতা নির্ধারনী সনদপত্র অনুযায়ী GPA পূরণ করতে হবে। পরিবর্তিতে নির্দেশমত সনদটির মূল কপি প্রদর্শন করতে হবে। চ। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য কলেজের ওয়েব সাইট afmcbd এ দেওয়া আছে। এ সংক্রান্ত কোন প্রকার যোগাযোগ এর ই-মেইল ঠিকানা afmcadmission@g mail. ৩. লিখিত পরীক্ষা: ভর্তি র তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় প্রবেশ পত্রে উল্লেখিত কেন্দ্রে অনুষ্ঠিত হাবে । লিখিত পরীক্ষায় মেধা তালিকা ও কোটার ভিত্তিতে সবমোট আবেদন কারীর মধ্যে হতে প্রথম ৪০০০(চার হাজার)জন প্রার্থী অংশগ্রন করতে পারবেন । এই ৪০০০(চার হাজার)জন প্রাথী মধ্যে হতে এএমসি এবং এএফএমসি প্রাথী নিবাচন করা হবে ।মোট ১০০ নাম্বারের লিখিত পরিক্ষা এমসিকিউ পদ্বতিতে হবে ।বিষয় ভিত্তিক নাম্বার বিভাজন :পদাথবিদ্যা-৩০, রসায়নবিদ্যা-৩০ ,ইংরেজী-১০(সিলে বাস এইচ এসসি/সমমান) ৪.লিখিত পরীক্ষার ফলাফল:২৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে দৈনিক সংবাদপত্র,কলেজ ওয়েব সাইট ( afmcbd)ও কলেজ নোটিশ বোর্ডে লিথত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে । ৫.স্বাস্থ পরীক্ষা ও মূল নথি পত্র নিরীক্ষন:এএমসি এবং এএফএমসি প্রার্থীদের প্রাথমিক/ চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা যথাক্রমে ১২ এবং ১৩ অক্টোবর ২০১৪ এবং ১৪,১৫ এবং ১৬ অক্টোবর ২০১৪ তারিখে অনুষ্ঠত হবে। একই তারিখে নিরক্ষনের জন্য প্রত্যেক প্রার্থী ভর্তি র লিখিত পরীক্ষার প্রবেশপত্র ,এস এসসি পরীক্ষার মূল সনদ ও মকসীট,উচ্চ মাধ্যমিক এর মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি পাসপোট সাইজের রঙ্গীন ছবি নিয়ে আসতে হবে । এছাড়া কোটাভূত্ত প্রাথীদেরকে নিন্ম লিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে । মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা দেরক্ষেত্রে:মুক ্তিযোদ্ধাদের সন্তানদের তাদের পিতা/ মাতা মক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রমান সুরূপ বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয় প্রদত্ত সাটিফিকেট ।সশস্ত্র বাহিনীতে চাকরীরত/ অবসর প্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তানগনের জন্য অফিসিয়াল রেকর্ড কর্তৃক প্রদত্ত সাটিফিকেট ।এ ছাড়া ,সশস্ত্র বাহীনীর মুক্তিযুদ্ধা সদস্যদের ক্ষেত্রে এতদসংক্রান্ত বিএও পর্যালোচনা করা যেতে পারে। অথবা, মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র- কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রেঃ মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যদের পুত্র- কন্যা হিসেবে প্রার্থীকে তাদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/ মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে । এছাড়া প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পত্র-কন্যার পুত্র- কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট । খ) উপজাতীয় প্রার্থীগণের ক্ষেত্রেঃ সংশ্লিষ্ট সার্কেল চীফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও উপজাতীয়তা প্রমাণের মূল সনদপত্র। গ) শুধুমাত্র সশস্ত্রবাহিনীর ব্যক্তিবর্গের (চাকুরীরত/ অবসরপ্রাপ্ত) সন্তানদের ক্ষেত্রেঃ অধিনায়ক ইউনিট/কোরো/ রেকর্ডস কর্তৃক সীলমোহর ও প্রতিস্বাক্ষরকৃ ত সনদপত্র। ৬। আইএসএসবি ঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ এএমসি ক্যাডেটদের আইএসএসবি ২৩-৩১ অক্টোবর ২০১৪-এ অনুষ্ঠিত হবে। ৭। ভর্তি পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হবে। উত্তরপত্র OMR মেশিনে পরীক্ষা করা হবে। ৮। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। Admission Requirements: (১) এসএসসি/সমমান পরীক্ষা ২০১১/২০১২ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৩/২০১৪ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ ছাত্রীদেরকে ন্যূনতম মোট জিপিএ- ৮.০০ এবং প্রতিটিতে কমপক্ষে জিপিএ-৪.০০ থাকতে হবে। শুধুমাত্র পশ্চাদপদ জনগোষ্ঠী উপজাতীয় কোটাভূক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যুনতম ৭.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না । সকলের ক্ষেত্রে এইচএসসি/ সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে । (২) যারা ২০১১ সনের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন না। শারীরিক যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে: এএমসি ক্যাডেট: পুরুষ: উচ্চতা (ন্যূনতম): ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি) ওজন (ন্যূনতম): ৪৫.৩৬ কেজি (১০০ পাউন্ড), বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি), সম্প্রসারিত -০.৮১ মিঃ (৩২ইঞ্চি), দৃষ্টি শক্তি : ৬/৬ (+ ২.৫ দৃষ্টি শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে), Color Blindness গ্রহণযোগ্য হবে না, শ্রবন শক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে । মহিলা: উচ্চতা (ন্যূনতম): ১.৫৫ মিঃ (৫ ফুট ১ইঞ্চি), ওজন (ন্যূনতম): ৪০ কেজি (৮৮ পাউন্ড), বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-০.৭১ মিঃ (২৮ইঞ্চি) সম্প্রসারিত -০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি), দৃষ্টি শক্তি: ৬/৬ (+ ২.৫ দৃষ্টি শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে) Color Blindness গ্রহণযোগ্য হবে না । শ্রবন শক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে । ভর্তির শর্তাবলী: এএফএমসি ক্যাডেট: (১) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। (২) ০১ জুলাই ২০১২ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসর হতে হবে। (৩) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এএমসি ক্যাডেট প্রার্থীদের মধ্য হতে লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদেরকে মেধা অনুযায়ী আইএসএসবি’র সম্মুখীন হতে হবে। (৪) আইএসএসবি উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক যোগ্যতা নিরুপণ পূর্বক মেধার ভিত্তিতে এএমসি ক্যাডেট হিসেবে কলেজে ভর্তি করা হবে। (৫) এএমসি ক্যাডেটদের ভর্তি ফি, টিউশন মওকুফ থাকাবে । ফি, উনড়বয়ন চার্জ, তবে তাদের কশন মানি, আউটফিট, মেসিং ও লন্ড্রি চার্জ,লাইব্রেরী ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস্ এন্ড স্পোর্টস ফি প্রদান করতে হবে। (৬) এএমসি ক্যাডেটদেরকে মাসিক ১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা হারে পকেট মানি দেওয়া হবে। (৭) এমবিবিএস কোর্স এবং ইন্টার্ণশীপ প্রশিক্ষনণ সমাপনের পর এএমসি ক্যাডেটগণকে বাধ্যতামূলকভাবে আর্মি মেডিক্যাল কোরে যোগদান করতে হবে । (৮) এমবিবিএস কোর্স ও ইন্টার্ণশীপ সম্পনেড়বর পর এএমসি ক্যাডেট আর্মি মেডিক্যাল কোরে যোগদান করতে অনিচ্ছুক হলে তাকে নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে । এএফএমসি ক্যাডেট: (১) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে । (২) ০১ জুলাই ২০১৪ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসর হতে হবে । (৩) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এএফএমসি ক্যাডেট প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার অজিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরুপণ ও সকল মূল নথি-পত্র নিরীক্ষন পূর্বক এএফএমসি ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে । (৪) এএফএমসি ক্যাডেটদের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি, কশন মানি, উন্নয়ন চার্জ সহ আউটফিট, মেসিং, লন্ড্রি চার্জ, লাইব্রেরী ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস্ এন্ড স্পোর্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে । (৫) এএফএমসি কোসে অধ্যয়নকালীন ও ইন্টার্ণশীপ প্রশিক্ষনকালীন কেউ কলেজ হতে স্বেচ্ছায় অথবা বহিস্কৃত হলে তাকে চুক্তি মোতাবেক নিধারিত অংকের ক্ষতিপূরন প্রদান করতে হবে । (৬) ভবিষ্যতে আইএসএসবি উত্তীন সাপেক্ষে এএমসি কোরে এ যোগবযোগের সুবিধা রয়েছে । আবেদন পদ্বতি :ভর্তির আবেদনপত্র অনলাইনে ২৬ আগষ্ট (১০ ঘটিকা) হতে ১৭ সেপ্টেম্বর ২০১৪(১৪:০০ ঘটিকা) তারিখ পর্যন্ত পাওয়া যাবে। আবেদনপত্র প্রাপ্তির ওয়েব ঠিকানা: afmc.teletalk.co m.bd Important Info: Application Start: 26th August, 2014 Application End: 6th September, 2014 Submission Start: 26th August, 2014 Submission End: 6th September, 2014 Admission Test: 19th September, 2014 Result Date: 26th September, 2014 Helpline: 01775-021519 More Info: afmcbd
Posted on: Sat, 30 Aug 2014 07:27:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015