Made in Bangladesh [a product of Bangladesh. Please handle - TopicsExpress



          

Made in Bangladesh [a product of Bangladesh. Please handle with care.] জুলফি ভূট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে রিজাইন দিয়েছিলেন আইয়ুব খানের সাথে মনোমালিন্য হওয়ায়। তিনি একটি অসামান্য পদত্যাগপত্র লিখেছিলেন আইয়ুব খান বরাবর। সেখানে তিনি গণতন্ত্রকে Grecian Urn এর সাথে তুলনা করেছিলেন। আইডিয়াটা তিনি নিয়েছিলেন কিটস এর Ode to a Grecian Urn কবিতা থেকে। গ্রেশান আর্ন এর কথা কেন বলেছিলেন তা বুঝতে হলে এথেন্স এর মিউজিয়মে ঢুঁ মারতে হবে আপনাকে। আমি ২০০৮, ২০০৯, ২০১২ এবং ২০১৩ এই চারবার মেরেছি। সেই পাত্রটির সামনে দাঁড়িয়ে থেকেছি, ঘুরঘুর করে দেখেছি। এর নির্মাণশৈলী দেখেছি, অনুভব করেছি। এই পাত্রটির একেকটি টুকরো একেক জায়গা থেকে সংগ্রহ করে জোড়া লাগানো হয়েছিলো। এখানেই ভূট্টো খুঁজে পেয়েছিলেন গণতন্ত্রের সৌন্দর্য। বেদনার কথা হলো, পাকি স্টাইল গণতন্ত্রকে ধুলোয় গড়িয়েছেন তিনি, নাম তার জুলফি ভূট্টো।
Posted on: Mon, 11 Nov 2013 15:04:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015