Main head: পড়তে আর পড়াতে দিন, - TopicsExpress



          

Main head: পড়তে আর পড়াতে দিন, নতুন করে গড়তে দিন Sub head: মন্ত্রী আমলা প্রাক্তনী বিদ্বজ্জন সংবাদমাধ্যম অভিভাবক এবং পাড়ার মোড়ের দাদাদের কাছে প্রেসিডেন্সির অধ্যাপক আর ছাত্রবৃন্দের পক্ষ থেকে আমাদের একটা মিলিত আর্তি আছে। আমাদের একটু সময় দিন। এ কাজ এক দিনের নয়, আর আমরা কেউ ম্যাজিক জানি না। Byline: সোমক রায়চৌধুরী Date and place: কলকাতা, ৬ অগস্ট, ২০১৩ Image: inner Image: feed_image: hometab_intro: বাজারের থলি হাতে বেরিয়েছিলাম। মোড়ের বাঁক ঘুরতেই মুখোমুখি সকালে যিনি খবরের কাগজ দেন তাঁর সঙ্গে। আমায় দেখে সাইকেল থেকে নেমেই পড়লেন, ‘স্যর, আপনি প্রেসিডেন্সি ছেড়ে কোথায় গেলেন তা হলে? যা-যাদবপুর? নাকি আবার বিদেশেই ফিরে যাবেন?’ rating: 0 বাজারের থলি হাতে বেরিয়েছিলাম। মোড়ের বাঁক ঘুরতেই মুখোমুখি সকালে যিনি খবরের কাগজ দেন তাঁর সঙ্গে। আমায় দেখে সাইকেল থেকে নেমেই পড়লেন, ‘স্যর, আপনি প্রেসিডেন্সি ছেড়ে কোথায় গেলেন তা হলে? যা-যাদবপুর? নাকি আবার বিদেশেই ফিরে যাবেন?’ read more bit.ly/196C4Cp #Bangladesh #fa cebook #all
Posted on: Tue, 06 Aug 2013 09:21:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015