Metaphysical Poetry এক কথায় বলতে - TopicsExpress



          

Metaphysical Poetry এক কথায় বলতে গেলে Metaphysical Poetry ছিল গতানুগতিক Elizabethan Love Poetry এর বিরুদ্ধে বিদ্রোহমূলক কবিতা। নিচে এই কবিতাধারার বিখ্যাত কবিদের নাম উল্লেখ করা হল – John Donne [1572 – 1631 ](জন ডান) ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ কবি যিনি শেকসপিয়র এবং মারলোর সমসাময়িক ছিলেন। তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মেটাফিজিক্যাল পোয়েট্রি [Metaphysical Poetry] নামক কবিতা আবিস্কার করেছিলেন এবং এজন্য তাকে “Father of Metaphysical Poetry” বলা হয়। অন্যান্য বিখ্যাত Metaphysical Poet দের মধ্যে উল্লখযোগ্য হলেন – Abraham Cowley (1618-1667), Henry Vaughan (1622-1695), Richard Crashaw (1612-1649), George Herbert (1593-1633), Andrew Marvell (1621-1678). The poetry of all these poets was intellectual, analytical, psychological, bold and their favourite themes were death, love, and religious devotion. Metaphysical Poetry কে বিশ্লেষণ করলে সাধারণত দুই ধরনের পাওয়া যায়। যেমন – 1. Love Poetry 2. Religious Poetry
Posted on: Mon, 17 Nov 2014 02:41:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015