MoRaL StoRY " একটা ছেলে গাড়ি - TopicsExpress



          

MoRaL StoRY " একটা ছেলে গাড়ি ড্রাইভ করছে। কিছুদুর যাওয়ার পর সে সামনে কিছু একটা দেখতে পেল। বললতুমি কে? সে বলল আমি ইসলাম। আমাকে নিয়ে নাও। তোমার জীবনের পথ চলাতে আমিপথ প্রদর্শক। ছেলেটি বলল, না। আমার তোমাকে লাগবেনা। তারপর আবার ড্রাইভ করছে। এবারও কিছু দেখল, বলল তুমি কে? সে বলল আমি তোমার এস.এস.সি. সার্টিফিকেট আমাকে তুলে নাও। তুমি সফলতা অর্জন করবে। সে তাকে তুলে নিল। আবার কিছুদুর যাওয়ার পর কেউ তাকে বলছে, আমি তোমার এইচ.এস.সি সার্টিফিকেট আমাকে তুলে নাও। জীবনে সফলহবে। সে তাকে তুলে নিল। তারপর আবার চলল। চলতে চলতে পেল হায়ারএযুকেশন। তাকেও তুলে নিল। এরপর পেল চাকরী, প্রতিপত্তি। জীবনে চলার পথে হঠাৎকে যেন এসে তার গাড়িটা থামিয়ে দিল। ছেলেটি বলল তুমি কে? সে বলল......আজরাইল। তোমার সময় শেষ। বল জীবনে কি অর্জন করেছ। ছেলেটি বলল এই তো আমার সার্টিফিকেট, আমার প্রতিপত্তি। আজরাইল বলল, এসবে তুমি সফল হবে না। ছেলেটি বলল, তাহলে কিসে? সে বলল, ইসলাম। ছেলেটি বলল, আমি তো সেটা ফেলে এসেছি। এখন কি করব? সে বলল, এখন তোমার কর্মফল (শাস্তি) ভোগ কর। টিকাঃ গাড়িটা হচ্ছে ছেলেটির জীবন। আর পথ হচ্ছে সমাজ ব্যবস্থা। বন্ধুরা ছেলেটির সময় ফুড়িয়ে গিয়েছিল। কিন্তু আমাদের হয়তো এখনও সময় আছে। অথবা কে জানে কবে সময় ফুড়িয়ে যাবে। আসুন তার আগে আমরা ফিরে যাই শান্তির ছায়া তলে, ইসলামের আদর্শে।* *copy
Posted on: Sun, 25 Aug 2013 05:27:21 +0000

Recently Viewed Topics




© 2015