Modal Auxiliary Verb এর ব্যবহারঃ Modal - TopicsExpress



          

Modal Auxiliary Verb এর ব্যবহারঃ Modal Auxiliary Verb কে আমরা চার ভাগে ভাগ করতে পারি। 1. Singular Word: Singular word সমূহ হল, Can, Could, Will, Would, Shall, Should. এগুলোর পরে Verb এর Present Form বসবে। 2. Semi Modals: Semi Modals সমূহ হল- Have to, Has to, Use to. এগুলোর পর Verb এর Present Form বসবে। 3. Double words: Double words সমূহ হল- Can be, Shall be, Will be, Shall have, Will have. এগুলোর পর Verb এর শেষে ing যুক্ত করতে হয় অথবা Verb এর Past Participle Form হয়। 4. Exception: Exception সমূহ হল- Dare, Need not, Had better, Had rather, Would better, Would rather. এগুলোর পর Verb এর Present Form হয়। অনেকেই পুষ্ট পড়েন কিন্তু লাইক করতে ভুলে যান/লাইক করেন না,এতে ফেইসবুকের নিয়মের কারণে মাঝে মাঝে আপনি পুষ্ট পুষ্ট মিস করবেন,একটা পর্যায়ে পাবেনই না।এখন আপনার ইচ্ছা। উপকৃত হলে share করে wall এ রেখেদিন,কাজে আসবে। -convener পেইজ নির্মাতা।
Posted on: Fri, 26 Dec 2014 17:17:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015