Mohabbatein (2000) Genre : Musical | Drama | Romance IMDB - TopicsExpress



          

Mohabbatein (2000) Genre : Musical | Drama | Romance IMDB Rating : 7.1 ( imdb/title/tt0213890/ ) Running Time : 216 minutes Cast : Shah Rukh Khan, Amitabh Bachchan, Aishwarya Rai, Uday Chopra, Jimmy Shergill, Jugal Hansraj, Shamita Shetty, Kim Sharma, Preeti Jhangiani এখন মূল কাহিনীতে আসা যাক... নারায়ণ শংকর ( অমিতাভ বচ্চন ) ভারতের নাম করা ছেলেদের ইউনিভার্সিটি গুরুকুলের হেডমাস্টার... ২৫ বছর ধরে তিনি কঠোর রীতি নীতির মাধ্যমে ইউনিভার্সিটি পরিচালনা করে আসছেন... তার রীতি নীতির মধ্যে ছিল যে ছেলেকে কোন মেয়ের সাথে প্রেম করতে দেখা যাবে তাকে বহিষ্কার করে দেওয়া হবে...কিন্তু ইউনিভার্সিটির তিন ছাত্র সামীর, ভিকি, করণ প্রেমে পড়ে যায় তিনটি মেয়ের... তারা জানতে ধরা পড়লে বহিষ্কার হতে হবে তাই তারা প্রথম দিকে ঘটনাটা বেশি দূর আগাতে আগ্রহী হল না... সেই সময় ইউনিভার্সিটিতে প্রথম বারের মত কোন মিউজিক টিচার জয়েন করলো, রাজ আয়িকান মালহোত্রা ( শাহরুখ খান ) ... যে ভালবাসায় বিশ্বাসী... এবং সেই তিন ছাত্র ছাত্রকে অনুপ্রেরণা দিল তাদের মনের কথা শুনতে... কিন্তু সামীরের পছন্দ সানজানার বয়ফ্রেন্ড আছে, ভিকির পছন্দ ইশিকা তাকে পছন্দই করে না, করণের পছন্দ কিরণের একজন পাইলটের সাথে বিয়ে হয়ে গেছে যে আসলে আর বেঁচে নেই... রাজ তাদের ভেঙ্গে না পড়তে বললো এবং তার নিজের ভালবাসার কথা জানালো... তার ভালবাসা মেঘনা ( ঐশ্বর্যা রাই ) মারা গেছে... তবুও সে তাকেই ভালবাসে... সে কল্পনা করে সবসময় মেঘনা তার পাশেই আছে... Spoiler Alert ! Spoiler হলেও হতে পারে... ঘটনা সামনে আগালে রাজের গুরুকুলে টিচার হিসাবে জয়েন করার আসল সত্য বেরিয়ে আসে... মেঘনা আসলে নারায়ণ শংকরের মেয়ে এবং রাজ আরিয়ান গুরুকুলের বহিষ্কৃত ছাত্র... নারায়ণ শংকর তার মেয়ের সাথে প্রেম করার অপরাধে তাকে না দেখেই বহিষ্কার করে দেয়...এবং মেঘনা সুইসাইড করে... রাজ আরিয়ান এখন টিচার হিসাবে এসেছে নারায়ণ শংকরকে বুঝাতে যে, ভালবাসা খারাপ কিছু নয়... বরং ভালবাসা অনেক সুন্দর... রাজ আরিয়ান চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে গুরুকুল থেকে চলে যাও্য়ার আগে এত ভালবাসা ছড়িয়ে দিয়ে যাবে এবং সবার মধ্যে ভালবাসা নিয়ে এমন সঠিক ধারণা দিয়ে যাবে সেটা নারায়ণ শংকর আর কোন দিন মুছে দিতে পারবে না... নারায়ণ শংকর চ্যালেঞ্জ গ্রহণ করে... বাকি অংশ দেখতে মুভিটা দেখতে হবে... :D সুন্দর একটা মুভি... ভালই লাগছিল আমার... এই মুভির একটা নেগেটিভ পয়েন্ট হল এই মুভির রানিং টাইম ! ৩ ঘন্টা ৩৬ মিনিটের মুভি... :/ Download Link : https://kickass.so/mohabbatein-2000-hindi-720p-brrip-charmeleon-silver-rg-t6744246.html
Posted on: Tue, 13 Jan 2015 12:02:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015