Mominul Haque - Tamim Iqbal Partnership was the burning example of - TopicsExpress



          

Mominul Haque - Tamim Iqbal Partnership was the burning example of their maturity, temperament, tolerance & patience -- এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আমার সহপাঠী বন্ধু Wahidul Sany [যাকে আমি ডাকি Michael Phelps of University of Chittagong-(CU)] এর সাথে Coxs Bazar থেকে উঠে আসা “মিনি টাইগার” সৌরভ [মোমিনুলের ডাক নাম] যতদিন উঠা-বসা করেছে তাতেই মনে হয়েছে সৌরভ BKSP তে ক্রিকেটারদের রোল-মডেল। আমি Wahidul Sany কে ক’দিন আগেই জিজ্ঞেস করেছিলাম, মোমিনুলকে দেখে তো ততটা আক্রমণাত্মক ব্যাটসম্যান মনে হয় না; কিন্তু তোদের কাছে এমন মনে হওয়ার কারণ কী? জবাবে Wahidul Sany বললো, “তুই ওর [মোমিনুল] জন্যে যেখানেই ফিল্ডিং সেট কর্ না কেন, ও রান বের করবেই। তবে একটাও বাজে শট খেলবে না এবং মাথা গরম করবে না।” মোমিনুল এখন ব্যাট হাতে Wahidul Sany এর কথার প্রমাণ দিয়ে যাচ্ছে। জয়তু Mominul Haque -saurav !!!!
Posted on: Thu, 24 Oct 2013 10:42:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015