Moto G 2nd Gen Review Motorola বের করেছে Moto G - TopicsExpress



          

Moto G 2nd Gen Review Motorola বের করেছে Moto G successor Moto G 2nd Gen. Moto G 1st Gen এর মতন এই ফোনটিও ভালো সাড়া জাগিয়েছে। এর কারন হল দাম এবং পারফরম্যান্স। তাহলে জেনে নেওয়া যাক এই ডিভাইসটি সম্পর্কে। ২০১৪ সালের সেপ্টম্বরে রিলিজ পাওয়া এই ফোনটিতে Moto G 1st Gen এর সফলতার কথা মাথায় রেখেই এই ফোনটি বানানো হয়েছে। এর ডিজাইন অনেকটাই আগের ফোনের সাথে মিল। স্পিকার এখন পেছনের বদলে সামনে এসেছে। ৫ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে IPS LCD Capacitive Touchscreen technology. এতে রেজুলেশন পাবেন 720 x 1280 pixels with 294 ppi density. এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে সাইজ আগের ভার্সন থেকে বেশি হলেও তেমন বড় কোন পরিবর্তন আসে নাই রেজুলেশনে। তবে পিক্সেল ডেনসিটি 326ppi থেকে কমে হয়েছে 294ppi. তবে সেটা Major setback নয়। এর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো। Viewing Angle ও বেশ ভালো। Sunlight Visibility তে উন্নিত করা হয়েছে। এছাড়াও Gorilla Glass 3 তো রয়েছেই। এতে রয়েছে মাইক্রো সিম কার্ড স্লট। ৩জি ভার্সন বর্তমানে পাওয়া যাচ্ছে। LTE আসবে কিনা এখনও জানা যায় নাই। Moto G 1st Gen এর downside এর কথা মাথায় রেখে এতে মাইক্রো এসডি কার্ড স্লট যোগ করা হয়েছে যা সাপোর্ট করবে ৩২ জিবি পর্যন্ত। এই ফোনটি পাওয়া যাচ্ছে ৮/১৬ জিবি ইন্টারনাল মেমরি। সাথে থাকছে ১ জিবি র‍্যাম। Connectivity তে থাকছে GPRS, EDGE, WIFI, HSPDA, Bluetooth 4.0, OTG ইত্যাদি। এর ক্যামেরা উন্নত করা হয়েছে আগের ভার্সন থেকে। এতে ব্যবহিত হয়েছে 8MP Camera যা 3264 x 2448 pixel রেজুলেশন ছবি তুলতে সক্ষম। এছাড়াও Autofocus, LED flash, Geo tagging, Touch focus, Face detection, HDR ইত্যাদি ফিউচার থাকছে। 720p @ 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে যা HDR সাপোর্ট করে। এর সামনের ক্যামেরাতেও উন্নত করা হয়েছে। 2MP Camera ব্যবহিত হয়েছে এই ফোনে। Android 4.4.4 Pre-Installed থাকছে এবং Android 5.0 তে Upgradable যা মটোরোলা নিশ্চিত করেছে। আগের ভার্সন এর মতন এটিতেও Pure Stock Android এর experience পাওয়া যাবে। হালকা modification ছাড়া এটি প্রায় ৯৮% ই Pure Stock Android. তাই এর পারফরম্যান্স ও চোখে পড়ার মতন। কোনো কাজে ল্যাগ ফেইস না করেই চালাতে পারবেন। এতে চিপসেট হিসেবে ব্যবহিত হয়েছে Qualcomm MSM8226 Snapdragon 400 যাতে রয়েছে Quad Core 1.2GHz Cortex-A7 প্রসেসর। সাথে থাকছে Andreno 305 GPU. এর পারফরম্যান্স ভালোই। Stock Android বলে এর হার্ডওয়্যার বেশ ভালো ভাবেই সব টাস্ক চালাতে সক্ষম হচ্ছে। তবে এটি গেমিং এ দূর্বল। এর জিপিউ Casual গেমস ভালো ভাবে খেলা গেলেও High end গেমস খেলতে গেলে ল্যাগ ফেস করতে পারেন। তবে বাজেট ফোন তার অপর আবার ব্র্যান্ডের ফোনে এই দামে এর চেয়ে বেশি আশা করা ঠিক না। Sensor এ ব্যবহিত হয়েছে Accelerometer, gyro, proximity, compass. কালো এবং সাদা দুটি কালারে পাওয়া যাচ্ছে এই ফোনটি। দাম আনুমানিক ২৫ হাজার এর মতন হওয়ার কথা। তবে ২৫ হাজার এর বেশি হবে না। Conclusion: এক বাক্যে বলা যায় এটি ভালো ফোন। ফিউচার আপডেট পাবেন, প্রিমিয়াম বিল্ট কোয়ালিটি, ভালো ডিসপ্লে আর বড় কথা affordable. এই বাজেটে ফোন কিনতে গেলে আপনাকে টপ ৩ এর মধ্যে এই ফোনটিকে রাখতেই হবে। #Motorola #MotoG #Review
Posted on: Wed, 22 Oct 2014 16:38:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015