Movie : Chef (2014) Genre : Comedy Stars : Jon Favreau, Robert - TopicsExpress



          

Movie : Chef (2014) Genre : Comedy Stars : Jon Favreau, Robert Downey Jr., Scarlett Johansson Well , All can I say about this movie “yum”!!! It’s a feel good movie ! খুবই সিম্পল স্টোরি । স্টোরিটা একজন শেফকে নিয়ে । একটি নামি রেস্টুরেন্টের নাম করা শেফ কার্ল । কিন্তু সমস্যা , এবার একজন ক্রিটিক তার খাওয়া পছন্দ না করে খুবই বাজে কমেন্ট করে । যার ফলে বদমেজাজি কার্ল ঐ খাদ্য সমালোচককে জনসম্মুখে প্রচণ্ড অপমান করে এবং চাকরী ছেড়ে দেয় । চাকরী ছাড়ার আরেকটি মূল কারণ তার রেস্টুরেন্টের মালিক । ঐ বেটা কখনই তাকে নিজের মতো করে রাঁধতে দিতো না , তার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ দিতো না । চাকরী ছেড়ে বিপদেই পড়ে কার্ল । কারণ যেমন কামাতো , খরচাও করতো তেমন । হাতে কোন টাকা পয়সা নেই । কিন্তু দমবার পাত্র নয় কার্ল । শুরু করে তার নিজের বিজনেস । কোন রেস্টুরেন্ট নয় , ফুড বাস বা ভ্রাম্যমাণ বাসে করে খাওয়া বিক্রি শুরু করে সে । সাথে থাকে তার পুরনো বন্ধু আর তার দশ বছরের ছেলে । সব হারানো একজন পাগলাটে শেফের শুন্য থেকে আবার খ্যাতির শিখরে উঠার খুবই মজাদার একটি গল্প । চাইলে দেখে নিতে পারেন । Imdb : imdb/title/tt2883512/ Trailer : youtube/watch?feature=player_detailpage&v=wgFws3AoIUY Download : https://yts.re/movie/Chef_2014 Find more on সেলুলয়েডের গল্প ।
Posted on: Wed, 01 Oct 2014 16:26:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015