Must/has to/ have to এর ‍অর্থ ‘অবশ্যয় - TopicsExpress



          

Must/has to/ have to এর ‍অর্থ ‘অবশ্যয় করতে হবে’। কিন্তু ব্যবহারের পার্থক্যটা লক্ষ্য করুন। Must- যে কাজ করতেই হবে অর্থাৎ যার কোন বিকল্প নেই তখন must বসে। যেমন: You must pray to Fazar (তোমাকে অবশ্যয় ফযরের নামায পড়তে হবে।) Has to/have to- যে কাজ করলে লাভ আছে আবার না করলে কোন ক্ষতি নেই তখন has to/have to বসে। যেমন : You have to pray to Nafal. Every Muslim has to pray nafal Salat. আমাকে অবশ্যই চিঠিটা পাঠাতে হবে ৷ I must post the letter. আমাকে অবশ্যই হোটেলের টাকা শোধ করতে হবে ৷ I must pay the hotel. তোমাকে অবশ্যই তাড়াতড়ি জেগে উঠতে হবে ৷ You must get up early. তোমাকে অবশ্যই অনেক কাজ করতে হবে ৷ You must work a lot. তোমাকে অবশ্যই সময়ানুবর্তী হতে হবে ৷ You must be punctual. তাকে (ছেলে) অবশ্যই পেট্রোল নিতে হবে ৷ He must fuel / get petrol / get gas (am.). তাকে (ছেলে) অবশ্যই গাড়ী সারাতে হবে ৷ He must repair the car. তাকে (ছেলে) অবশ্যই গাড়ী ধুতে হবে ৷ He must wash the car. তাকে (মেয়ে) অবশ্যই কেনাকাটা করতে হবে ৷ She must shop. তাকে অবশ্যই এপার্টমেন্ট পরিষ্কার করতে হবে ৷ She must clean the apartment. তাকে অবশ্যই জামাকাপড় ধুতে হবে ৷ She must wash the clothes. আমাদের অবশ্যই এখনই বিদ্যালয়ে যেতে হবে ৷ We must go to school at once. আমাদের অবশ্যই এখনই কাজে যেতে হবে ৷ We must go to work at once. আমাদের অবশ্যই এখনই ডাক্তারের কাছে যেতে হবে ৷ We must go to the doctor at once. তোমদের অবশ্যই বাসের জন্য অপেক্ষা করতে হবে ৷ You must wait for the bus. তোমদের অবশ্যই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে ৷ You must wait for the train. তোমদের অবশ্যই ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হবে ৷ You must wait for the taxi.
Posted on: Sun, 01 Sep 2013 11:19:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015