My dear মন , প্লিজ stop thinking at night ... - TopicsExpress



          

My dear মন , প্লিজ stop thinking at night ... আমার কালকে অনেক কাজ আছে , তাই ঘুমুতে হবে -_- ... এই application টা কিভাবে যে মনকে দিবো বুঝতেসি না ... এই মন যে কত কিছু চিন্তা করতেসে তা কেমনে বুঝাই ? এক সময় হঠাৎ মনে পড়ে গেল ক্লাস 9 এ থাকতে আমাদের বাংলা স্যার কোন এক কারনে জিজ্ঞেস করেছিলো ণ বলতে ... আমি পড়াশুনায় দুর্বল ছিলাম আমি বলেছি মদিনার ণ ... ব্যাপারটা আজও মনে পরলে লজ্জায় ঘাম এসে যায় :( আরো মনে পড়ছে সেই ফাস্ট ক্রাশ এর ঘটনা ... আমাদের স্কুল এ যাবার ভ্যানগাড়িতে আসবার সময় যখন দেখি ভ্যানে এক অপূর্ব মেয়ে বসে ছিল , আমি পার্ট নিয়ে চোখ এদিক সেদিক করে ভ্যান এর দিকে আসছিলাম হঠাৎ দেখি সে হাসছে আমাকে দেখে ... আমার তো যায় যায় অবস্থা , কাছে আসলে আমাকে রুমাল বের করে দেয় ... আমি confuse হয়ে গিয়েছিলাম , কারন টিভিতে রুমাল নিয়ে কিছু একটা দেখেছি কিন্তু এভাবে এমনেতেই দিবে কেন , এটা যখন নিতে নিতে ভাবছি তখন বলে আসলে কাকগুলা অনেক দুষ্ট হয়ে গেছে ... আর ইয়ে করার সময় পেল না ... আমার মাথায় হাত -_- দেখি একগাদা ইয়ে , এর চেয়ে বড় লজ্জা বোধহয় কাক আমাকে আর কোনোদিনও দেয়নি ... আজব তো .. আরও একটা ঘটনা মনে পড়ে গেলো ... আমার এক বন্ধুর বাসায় ছোটকালে প্রথম সিগারেট খাবার প্রস্তুতি নিতেছিলাম , বাসায় আমি ,আমার বন্ধু আর ওর কাজের ছেলে ছিল ... বন্ধু সাকিব বলে বিশ্বস্ত কাজের ছেলে , কিছু বলবে না ... ও আগেও স্মোকিং করত তাই সে ধরিয়ে আমাকে টানতে বলে ... আমি এক টান দিয়ে যে কাশি শুরু করেছিলাম তা দেখে আমার বন্ধু তো ভয়ে অস্থির অবস্থা ... যাই হোক বাসায় আসার পর যখন ওর মা আসলে শুনি কি বেধম মার দেবার শব্দ ... কাজের ছেলে কথা রাখেনি , আমি ভয় পাচ্ছিলাম আমার বাসায় বিচারটা কখন আসবে ... আর ওর মা আসেনি ... পরে বন্ধু বলেছিল কাজের ছেলেটা আমার সিগারেট না খেতে পারার অপারগতা includ করেছিলো ... তাই আমার বাসায় বিচার আসেনি ... ওর বাসার কাজের ছেলে , ও মহান ... কি ভয়ঙ্কর একটা রাত পার করেছিলাম সেদিন ভাবলে আজও ... ... ... কি বেপার মন ?? এত কিছু মনে করিয়ে দিচ্ছ কেনো আমাকে ?? -_-
Posted on: Mon, 11 Aug 2014 19:10:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015