NEWTON যেভাবে বলের ৩টা সুত্র - TopicsExpress



          

NEWTON যেভাবে বলের ৩টা সুত্র আবিষ্কার করলেনঃ নিউটন যেভাবে বলের ৩ টা সুত্র আবিষ্কার করলেনঃ একদিন একটা ছাগল হাঁটছিল, নিউটন এটাকে ধরে থামালেন, আর তখন ১ম সুত্র আবিস্কার হলঃ একটি বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামান না হয় তা চলতে থাকে। এর পর নিউটন ছাগল টিকে F বল এ একটা লাথি দিলেন, ছাগলটা বলে উঠলো ম্যা ( MA), আর ব্যাস আবিস্কার হল দ্বিতীয় সুত্র: F=MA. এর পরই ছাগলটি নিউটন কে কষে একটা লাথি দিল আর নিউটন আবিস্কার করলেন তার সবচেয়ে গুরুত্বপূ র্ণ সুত্র!...আর তা হলঃ সকল ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ! তাই কাউকে লাথি মারার আগে ভাইবা মাইরেন, কারন অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়া টা আরেকটু বেশি হইতে পারে। Amar banano sers jokes... Posted in other website.. Markete aktai ditio nai..
Posted on: Sat, 16 Nov 2013 14:04:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015