Nandos এর একটা পোস্ট চোখে - TopicsExpress



          

Nandos এর একটা পোস্ট চোখে পড়ল.. Platter 7 : price 10999 tk মানে ১১ হাজার টাকার মুর্গী.. এই মুর্গী কি সোনার আন্ডা পাড়ে কিনা আমার জানতে বড়ই শখ.. আর পাড়লেও সেই আন্ডা কি ভাইজা খাইতে দেওয়া হবে কীনা কেউ আমাকে জানান.. আমি ওই প্ল্যাটার ট্রাই করতে চাই... তবে এখন না... যখন ইন্টার্নী শুরু করব তখন মাননীয় সরকার আমাকে মাসে মাসে ১০ হাজার (!) টাকা সম্মানী দিয়ে কৃতার্থ করবে... তখন আমি আমার সেই এক মাসের স্যালারি + আম্মার কাছ থেকে আরো ৯৯৯ টাকা নিয়ে Nandos এ যাব ওই সোনার আন্ডা পাড়া মুর্গী খাইতে -_-
Posted on: Sun, 20 Jul 2014 16:44:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015