Narration & Tag Question শেষ। আজ থেকে Changing - TopicsExpress



          

Narration & Tag Question শেষ। আজ থেকে Changing sentence এর rules দিব।5 Rules of Changing Degree(Positive-Comparative-Superlative)Adjective শব্দ বা Adverb শব্দেরমাঝে তুলনা করাকে Comparison of Degreeবলা হয়ে থাকে ইংরেজি ব্যাকারনে।এটি Transformation of Sentences এরউপরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।এখানে আমাদেরকে একটি বাক্যকে Positiveথেকে Comparative বা Superlative এপরিবর্তন করতে হয় adjective বা adverbশব্দের পরিবর্তনের নিয়ম অনুসরন করে।আমি Changing Degree এর উপরে ৫ টি নিয়মআলোচনা করতে যাচ্ছি এই অধ্যায়ে।এই Changing Degree এর উপরে প্রশ্ন বিভিন্নপ্রাতিষ্ঠানিক এবং ভর্তি পরীক্ষা যেমনঃজে.এস.সি,এস.এস.সি,এইচ.এস.সি,বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকুরীরপরীক্ষা বা বি.সি.এস পরীক্ষায় একটি পরিচিতপ্রশ্নরূপ। সুতুরাং, একজনভাষা শিক্ষার্থীকে অবশ্যয় এইঅধ্যায়টি পড়তে হবে পরীক্ষায় Changingdegree এর উপরে আগত প্রশ্নের উত্তরসফলভাবে করতে। এখানে,আমি তোমাকে Changing degree এরউপরে সবচেয়ে সহজ নিয়ম শেখাবো।আমি আশা করছি যে তোমার কাছে বিভিন্নপ্রকাশিত বইয়ে দেওয়া Changing degree এরউপর নিয়ম-কানুনের চেয়ে এইপদ্ধতিগুলো সহজ মনে হবে। তুমি এইঅধ্যায়টি পড়ার পরে Changing degree এরক্ষেত্রে আর কোন সমস্যায় পড়বেনা।তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা।প্রথমত, আমি তোমাকে degrees এররূপগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাইযাতে তোমার বুঝতে কোন সমস্যা না থাকে।adjectives এবং adverbs এর ক্ষেত্রে মোট৩ প্রকার degrees রয়েছেঃPositive Degree- (nocomparison -কোনতুলনা হবেনা)Comparative Degree-(comparison between twopersons or objects-দুইজনেরবা দুটি বিষয়েরমধ্যে তুলনা হবে)Superlative Degree-(comparison among severalpersons or objects-অনেকব্যক্তি বা বস্তুরমধ্যে তুলনা হবে)Example:In this class, this student is intelligent.Positive Degree- (no comparison)In this class, this student is moreintelligent than Max.Comparative Degree- (comparison betweentwo persons or objects)In this class, this student is the mostintelligent.Superlative Degree- (comparison amongseveral persons or objects)Adjectives এবং Adverbs শব্দের ৩ টি degreesএর রূপে শব্দের রূপের ভিন্নতা তোমরা তোমাদের বই থেকে পড়ে নিও।কিছু বিষয়যা তোমাকে মনে রাখতে হবেঃDegrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয়তোমাকে মনে রাখতে হবে।নিম্নে সেগুলো দেওয়া হলঃPoint-01:The sign of Positive Degree is“as…..as/so…..as” .(Positive Degree এর চিহ্ন হল“as…..as/so…..as”)Point-02:The sign of ComparativeDegree is “than”(Comparative Degree এর চিহ্নহল “than”)Point-03:The sign of SuperlativeDegree is “the” .(Superlative Degree এর চিহ্নহল “the”)Point-04:The form of adjective oradverb word will be changedfollowing the form ofdegrees such as: (Positive-Strong)/ (Comparative-Stronger) / (Superlative-Strongest) .(Adjective বা Adverbযে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রূপযেমনঃ (Positive- Strong)/(Comparative- Stronger) /(Superlative-Strongest)অনুযায়ী পরিবর্তনকরতে হবে।Point-05:During transformation,theoriginal meaning of thesentence should not bechanged.(Degree পরিবর্তনের সময় মূলবাক্যের অর্থের কোনপরিবর্তন হওয়া যাবেনা)Point-06:During transformation,inorder to keep the meaningsame, you have to changethe position of subject andobject.(Degree পরিবর্তনের সময় মূলবাক্যের subject এবং object এরস্থান পরিবর্তন করতে হবে।অর্থাৎ, Positive Degreeতে objectটিকে Comparative Degree /Superlative Degreeতে subjectহিসেবে বসাতে হবে)Example of Rule: 01Positive: No other boy in the class is asgood as John.Comparative: John is better than anyother boy in the class.Superlative: John is the best boy in theclass.(এখানে adjective শব্দ ‘good’কে ‘better’ এ পরিবর্তনকরা হয়েছে comparativeরূপে এবং ‘best’ এ পরিবর্তনকরা হয়েছে superlativeরূপে। পাশাপাশি, positive রূপেরobject word-‘John’কে comparativeবা superlative রূপের সময়subject word এনিয়ে যাওয়া হয়েছে।পরিশেষে,তুমি দেখতে পাবে যে এখানেverb এর রূপটি একবচন।)Positive: Very few cities are as developedas New York in the world.Comparative: New York is more developedthan most other/than all other cities inthe world.Superlative: New York is one of the mostdeveloped cities in the world.(এখানে adjective শব্দ‘developed’ কে ‘moredeveloped’ এ পরিবর্তনকরা হয়েছে comparativeরূপে এবং ‘most developed’ এপরিবর্তনকরা হয়েছে superlativeরূপে। পাশাপাশি, positive রূপেরobject word-‘New York’কে comparativeবা superlative রূপের সময়subject word এনিয়ে যাওয়া হয়েছে।পরিশেষে,তুমি দেখতে পাবে যে এখানেverb এর রূপটি বহুবচন।)Example of Rule: 03Positive: The boy is as strong as the girl.Comparative: The girl is not strongerthan the boy.Positive: You believe him as much as I.Comparative: I do not believe him morethan you.Positive: Your bag is as fine as mine.Comparative: My bag is not finer thanyours.(এই নিয়মে, তুমি “as…as” এরপর একটি মাত্র শব্দ পাবে।এখানে adjective শব্দ ‘strong’পরিবর্তন হয়ে comparativeরূপে ‘stronger’ হবে। পাশাপাশি,positive রূপের object word-‘The girl’ কে comparativeরূপের সময় subject word এনিয়ে যাওয়া হয়েছে।পরিশেষে, যদি positiveরূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তরকরতে হবে। অর্থ ঠিক রাখারজন্য এটা করতে হবে।)Example of Rule: 04Positive: The girl is as ugly as you saidComparative: The girl is no less ugly thanyou said.Positive: The student is not as fool as Ithink.Comparative: The student is less fool thanI think(এই নিয়মে, তুমি “as…as” এরপর একটি বাক্য পাবে।এখানে তোমাকে adjectiveএর কোন পরিবর্তনকরতে হবেনা এবং subjectবা object স্থানের কোনপরিবর্তন ঘটবেনা। পরিশেষে,যদি positive রূপটি হাঁ-বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তরকরতে হবে। অর্থ ঠিক রাখারজন্য এটা করতে হবে।)Example of Rule: 05Positive: As soon as the man came , I leftthe room.Comparative: No sooner had the mancome than I left the room.(এখানে তোমাকে শুধু “assoon as” অংশটিকে “No soonerhad” এ পরিবর্তনকরতে হবে এবং “(,)”কমাটিকে “than” এ পরিবর্তনকরতে হবে positiveহতে comparative করার সময়।এখানে তোমাকে adjectiveএর কোন পরিবর্তনকরতে হবেনা এবং subjectবা object স্থানের কোনপরিবর্তন ঘটবেনা।)এই হল degree পরিবর্তনের উপর পরিপূর্ণ ৫টি নিয়ম উদাহারন এবং ব্যখ্যা সহ।আমি আশা করি যে তুমি এতক্ষণে এইঅধ্যায়টি ভালোভাবে বুঝে গেছ। এখনতুমি যেকোনো বাক্যকে positiveহতে comparative বা superlative এ পরিবর্তনকরতে পারবে। কিন্তু যদি তুমি এই “5 Rules ofChanging Degrees” অধ্যায়ের কোন অংশবুঝতে না পারো তবে অবশ্যয় নিম্নের মন্তব্যশাখায় আমাকে জানাবে। আমি এখানে সবসময়আছি তোমাকে সাহায্য করার জন্য এবং তোমারভাষা শিক্ষণ নিশ্চিত করতে। ধন্যবাদ।
Posted on: Tue, 23 Dec 2014 23:47:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015