National and International media coverage of AMC: Thursday, 7 - TopicsExpress



          

National and International media coverage of AMC: Thursday, 7 August, 2014 - 07:46 Primary and secondary school students from all over New Zealand will join hundreds of thousands of students from around the world on Thursday 7 August to take part in the 37th annual Australian Mathematics Competition (AMC) sponsored by the Commonwealth Bank. Students of all levels of ability, from all types of schools in very different locations around the country, will sit a 75-minute secondary paper or 60-minute primary paper which contains some quirky questions with an emphasis on fun and problem solving. The AMC is Australia’s original classroom-based mathematics competition with more than 14 million entries since 1978. The AMC awards more than 1000 prizes and 70 medals annually. A truly international event, there are entries from some 40 countries across South East Asia, the Pacific, Europe, and Africa. Bangladesh is taking part in the AMC for the first time this year and entries from Tonga increased significantly. Adjunct Professor Mike Clapper, Executive Director of the not-for-profit Australian Mathematics Trust (AMT) which administers the competition, said, ‘We are delighted to welcome a number of new schools who will be participating in this historic competition for the first time, especially primary schools, as encouraging the study of maths at an early age is vital’. ‘The competition is designed to be accessible to all students but it also identifies the most talented, who can then go on to a series of AMT enrichment programs that nurture their special ability, and may lead to further success such as representing New Zealand in the International Mathematical Olympiad’, he added. Students who are outstanding both within their state or country and overall in the competition are awarded medals at annual ceremonies. The New Zealand AMC Medal ceremony will be held in Wellington on 16 October. The Commonwealth Bank is the AMC’s principal sponsor. Vanessa Nolan-Woods, General Manager, Education and Not for Profit Sector Banking, stated, ‘Mathematics is central to understanding finance and smart money management, so the Commonwealth Bank is pleased to be the principal sponsor of the Australian Mathematics Competition. We all know how important these skills are in laying a strong foundation for financial wellbeing through every stage of our lives and we wish all participants the very best of luck!’ The Australian Mathematics Trust is under the trusteeship of the University of Canberra. The problems and solutions are available. link:voxy.co.nz/national/nz-kids-take-aussie-maths-comp/5/198506 আরও ৪০টি দেশের সঙ্গে আজ শুক্রবার সকালে ঢাকায় হয়ে গেল অস্ট্রেলিয়ান ম্যাথ কম্পিটিশন (এএমসি)। অস্ট্রেলিয়া ম্যাথ ট্রাস্টের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে একই সঙ্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার। গণিত সংগঠন ম্যাট্রিক্স ঢাকার পান্থপথে একটি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে। আবদুল মোনেম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজন সম্পর্কে মাহবুব মজুমদার জানান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার পরিচয় করিয়ে দেওয়ার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির মোট ১৭০ জন শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে আজকের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সোয়া ঘণ্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে গণিতবিষয়ক বিভিন্ন আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্সাহ জোগাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সমাজকর্মী তাজিমা মজুমদার, বাংলাদেশে গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, পৃষ্ঠপোষক আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন মোনেম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল হেলাল প্রমুখ। মাহবুব মজুমদার জানান, শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো দেশে ও অস্ট্রেলিয়ায় মূল্যায়ন করা হবে। দু মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। link: prothom-alo/education/article/285790/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE
Posted on: Sat, 09 Aug 2014 14:13:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015