PSC Math = - TopicsExpress



          

PSC Math = ক-সেট যোগ্যতাভিত্তিকব হুনির্বাচনি প্রশ্নের উত্তর 1. আদমশুমারি কত বছর পর পর হয়? ২. ৩/৪ এর বিপরীত ভগ্নাংশ কত? ৩. ৬০ এর ১৫ % কত? ৪. ১২, ০, ১৮ এর গড় কত? ৫. ল. স. গু কি? i) যে সংখ্যা দ্বারা গুণ করা হয়তাকে কী বলে ? (ক) গুণক (খ) গুণ্য (গ) গুণফল (ঘ) গুণনীয়কii) যে সংখ্যা দ্বারা ভাগকরা হয়তাকে কী বলে ? ক) ভাজক (খ)ভাজ্য (গ) ভাগফল (ঘ)ভাগশেষiii) ৬টি চেয়ার ৩০০০ টাকায়এবং ৩টি টেবিল ২৪০০ টাকায়ক্রয়করা হলো। তাহলে মোট কতটাকারচেয়ার— টেবিল ক্রয় করা হলো ?(ক) ৪৪০০ (খ) ৫০০০ (গ) ৫৪০০ (ঘ) ৫৬০০iv) একই জাতীয় একাধিক রাশিরগড়নির্ণেয ়র জন্য রাশিগুলোর যোগফলকে রাশিগুলোরসংখ্যা দ্বারা কী করতে হয় ? (ক) যোগ (খ) বিযোগ (গ) গুণ ঘ) ভাগv) ৪০, ৬০ ও ৭৫ এর গ.সা.গু.কোনটি ? (ক) ৪ (খ) ৫ (গ) ১০ (ঘ) ১৫ *** একজন শ্রমিক সাপ্তাহে ৪৯০ টাকা আয় করেন। ক. ৩ সাপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? খ. তার দৈনিক আয় কত? গ. ৫দিনে কত টাকা আয় করবেন? ঘ. ১০৫০ টাকা আয় করতে তার কত দিন লাগবে? ঙ. ১ বছরে তিনি কত টাকা আয় করবেন? **** কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে? **** একটি বাশের ১/৫ অংশ কাদায়, ২/৫অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত অংশ আছে? **** দুইটি সংখ্যার গুণফল ১২.৭৭৫। একটি সংখ্যা. ৭ । অপরটি কত? **** ৬০০ টাকার ৩ বছরের মুনাফা ১৪৪ টাকা। মুনাফার হার নির্ণয় কর। ***** বিআরটিসি বাস সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে ১০ টা ৩০ মিনিটে জয়দেবপুর পৌঁছে। আন্তর্জাতিক রীতিতে উক্ত সময়কে প্রকাশ কর। ১৩। ৩ সে; মি; ব্যাসার্ধের একটি বৃত্ত আক এবং এর ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত কর। খ। চিত্র সহ সংঙ্গা লিখ সামান্তরিক, সুষম কোণ ৫। ২৯ কিলোমিটার ৮৯ সেন্টিমিটার ৭ মিলিমিটার ক। ৮৯ সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ কর। খ। ২৯ কিলোমিটারকে মিলিমিটারে প্রকাশ কর গ। ২৯ কিলোমিটার ৮৯ সেন্টিমিটার ৭ মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ। যদি কোন বন্ধুর এত বড় পোস্ট পড়ার ধর্য্য না থাকে অথাবা ব্যস্ততার জন্য পড়তে না পারেন ... তাহলে শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু করে পড়ে নিবেন ...
Posted on: Fri, 28 Nov 2014 05:49:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015