Patuakhali Science & Technology University (PSTU) Application - TopicsExpress



          

Patuakhali Science & Technology University (PSTU) Application period- 1 september-15 november 2014. Admit card download- 20 november-30 november 2014. Admission Exam.-05 december 2014. A unit- 10.00am-11.00am B unit- 12.00pm-01.00pm C unit- 03.00pm-04.00pm through website- pstu.ac.bd/admission through page- https://m.facebook/pstuforall?refid=5 for details- pstu.ac.bd/form/admission_circular2014-2015.pdf পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে A, B ও C ইউনিটে ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার পদ্ধতি : ¤¤¤MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে । মোট নম্বর ২০০, তন্মধ্যে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ¤¤¤ A ইউনিটের জন্য : পদার্থবিজ্ঞান--২০ রসায়নবিজ্ঞান--২০ জীববিজ্ঞান--২০ গনিত--১৫ ইংরেজী--১৫ সাধারন জ্ঞান--১০ ¤¤¤B(BBA) ইউনিটের জন্য : #বিজ্ঞান-গনিত--৩০ ইংলিশ--৩০ এনালাইটিক্যাল এবিলিটি--৩০ সাধারন জ্ঞান--১০! #ব্যাবসা- ব্যবস্থাপনা -25 একাউন্টিং-25 ইংরেজী-40 সাঃ জ্ঞান-10। #মানবিক- ইংরেজী -৩০ ম্যাথ -30 এনালাইটিক্যাল এবিলিটি-30 সাঃ জ্ঞান-10 ¤¤¤C ইউনিটের জন্য : পদার্থবিজ্ঞান--২৫ রসায়নবিজ্ঞান--২৫ গনিত--২৫ ইংরেজী--১৫ সাধারন জ্ঞান--১০ ¤¤¤অবশিষ্ট ১০০ নম্বর এসএসসি ৪০ এবং এইচএসসি জিপিএকে ৬০ বিবেচনা করে (এসএসসি জিপিএ এর ৮ গুন এবং এইচএসসি জিপিএ এর ১২ গুন) নম্বর যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে । ¤¤¤ A ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদেরকে অবশ্যই উত্তরপত্রে তাদের ভর্তির বিষয় পছন্দের ক্রমানুসারে(১ম,২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ) নির্দিষ্ট অংশে ভরাট করতে হবে । ¤¤¤ A ইউনিটে ভর্তির বিষয় ও আসন সংখ্যা : ১| এনিমেল হাজবেন্ড্রী/ এনিমেল সাইন্স (অনার্স)-55 ২| এগ্রিকালচার(অনার্স) - ১৯৫ ৩| ফিশারিজ(অনার্স)- ৫৫ ৪| ডিজাস্টার ম্যানেজমেন্ট(অনার্স) -৫৫ ৫| নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স (অনার্স)- ৫৫ ৬| ডক্টর অব ভেটেরিনারী মেডিসিন (ডিভিএম)-55 ¤¤¤B ইউনিটে ভর্তির বিষয় : ১|ব্যাচেলর অফ বিজনেস এডমিনিষ্ট্রেশন(অনার্স) - ৭৫ ¤¤¤C ইউনিটে ভর্তির বিষয় : ১|কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(অনার্স) - ৬৫ ¤¤¤ পরীক্ষার সময় ৬০ মিনিট #AbIr #PSTU visit our official website- versityhelp.tk
Posted on: Sun, 28 Sep 2014 15:48:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015