..::Photography Mythology & A Strong Story of a - TopicsExpress



          

..::Photography Mythology & A Strong Story of a Photo::.. Photography Mythology কে একেকজন একেকভাবে ব্যাখ্যা করেন বা একেকজন এর কাছে একেকরকম ভাবে এর উপস্থাপন। এখানে আমার বোধগম্য থেকে বিষয়টি অনেকটা ফটোগ্রাফির আদ্যপান্ত আবার ছবি তোলার সময় যে বিষয়গুলো ভেবে কাজ করা উচিত তার A To Z বর্ণনা। অয়ন ভাই এর কাছে শুনি এই Mythology এর ব্যাপারে যদিও এর ভিতরকার প্রত্যেক বিষয় নিয়ে আমার আলাদা করে স্ট্যাডি করাই ছিল। এখন প্রথমেই জেনে নেই এই Mythology তে কি কি বিষয় অন্তর্গত। To capture better photography techniques, you have to understand Photography Mythology. Photography Mythology ————————————————————————————- 1. A strong story of the photo 2. Simple compositions 3. Perfectly cropping 4. Reducing unnecessary elements 5. Put the geometrical shapes 6. Rule of thirds 7. Leading lines 8. Horizontal line 9. Balancing 10. Overlapping 11. Try to capture the Smoke, fog, shadow or reflection 12. Moment 13. Mood 14. Layering 15. Point of entry 16. light 17. Action 18. Golden time 19. Graphics 20. Juxtaposition 21. DOF 22. Photo editing 23. Photo Post processing 24. Subject and background 25. Upload with high quality or quality print এই বিষয়গুলোর প্রত্যেকটি নিয়েই ব্যাখ্যা এবং আলোচনার প্রয়োজন। তাই কখনো একটি-কখনো প্রয়োজনে দুই-তিনটি টপিক একসাথে করেই আলোচনা টানবো। আজ A Strong story of Photo নিয়ে কিছু শেয়ার করি আপনাদের সাথে। A Strong Story of the Photo একটি ছবিত মূলমন্ত্র কিন্তু ছবিকে দিয়ে গল্প বলতে পারা। একজন পেইন্টারও চায় যেন তার ছবি গল্প বলে তার ছবি অভিব্যক্তি প্রকাশ করে। ঠিক তেমনি ফটোগ্রাফার এরো এমন চিন্তা থেকেই ছবি তোলা উচিত। আপনি কিসের ছবি তুলছেন সেটা মুখ্য নয় কিন্তু আপনি আপনার তোলা ছবিকে দিয়ে গল্প বলাতে পারছেন কিনা তা মুখ্য। ধরুন আপনি একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কিংবা ল্যান্ডস্ক্যাপার; তারপরও কিন্তু আপনি আপনার ছবিকে দিয়ে গল্প বলাতে সক্ষম। কিভাবে? শেষ এ উত্তর পেয়ে যাবেন আশা করি। এখন আপনার সাব্জেক্ট এর ছবি তোলাই কি আসল নাকি ছবিতে কিছু বিষয় প্রাধান্য দিয়ে তারপর তা ফুটিয়ে তোলা প্রধান।সবসময় মনে রাখা প্রয়োজন যে একটি অসাধারণ ছবির পিছনে আছে একটি সুপ্ত গল্প। প্রথমেই যা প্রয়োজনঃ প্রস্তুতিঃ আপনি কোথাও ছবি তুলতে যাবেন কিন্তু আপনি জানেন না সেখানকার পরিবেশ কেমন। এছাড়াও ভাবতে হয় সেখানকার আতিথিয়তার কথা,কেমন হতে পারে?সবকিছু সম্পর্কে ধারণা রাখাই উত্তম। আর এই ধারণাই আপনাকে প্রাইমারি লেভেল এবং প্রফেশনাল এর মধ্যে পার্থক্য তৈরি করে দিবে। একজন প্রফেশনাল ফটো শুট এর আগেই ভেবে নেন তিনি কি নিয়ে সারাদিন কাজ করবেন। তিনি স্ট্রিট করবেন নাকি করবেন ল্যান্ডস্কেপ;নাকি ম্যাক্রো। এমন হয়ে উঠে না এ্যামেচার এর ক্ষেত্রে;সে যা পায় তাই তুলে ফেলতে চায়। সবকিছুর ক্ষেত্রেই ধৈর্য্য এবং বিচক্ষণতার প্রয়োজন রয়েছে। আপনি নতুন কোথাও গিয়েছেন! ছবি তুলছেন; আপনি জানেনই না সেখানে একটি মেলা হচ্ছে। হয়তো আগে থেকে খবর নিলে সেটাও আপনি আপুনার মনের ছবিতে রাঙ্গিয়ে নিতে পারতেন। যেখানে যাচ্ছেন আপনি জানেন না সেই এলাকার মানুষের সংস্কৃতি কি? তাদের কাছে ছবি তোলা কতটা সহজে গ্রহণযোগ্য? যদি না হয় তো করণীয়। অবশ্যই মনে রাখবেন যেই দেশে বা যেই এলাকাতেই যান না কেন;তাদের আচার-আচরণ জানুন;কুশল বিনিময় করুন;অনুমতি নিন;ছবি তুলুন। দৃষ্টিসীমার একদম কাছেঃ হুম আসলেই একদম কাছ থেকে;যেখান থেকে আপনার সাব্জেক্ট আপনাকে দেখতে পায়। পয়েন্ট অফ ভিউ ঠিক রেখে যতটুকু কাছ থেকে তোলা যায় যদি আপনি লাইফ স্টাইল কিংবা স্ট্রিট ফটোগ্রাফার হন তো। কখনোই আপনার সাব্জেক্ট যেন মনে না করে আপনার কাছে সে একজন পুতুল প্রতীম। তাঁকে যথাযথ সম্মান দিয়ে;তাকে সহজ করে নিয়েই তাদের এক্সপ্রেশনগুলো বন্দি করুন।(স্ট্রীট;লাইফস্টাইল;ক্যান্ডিড ফটোগ্রাফির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ) গল্পের খোরাকঃ গল্প পাচ্ছেন না। নতুন জায়গায় ছবি তুলতে চান কিন্তু সাব্জেক্ট এর হদিস নেই। নেমে পড়ুন না ব্যস্ত রাস্তায়;রেল স্টেশন এ কিংবা কোন আর্কিটেকচার এর শুট এ। শেষ করার আগে জানিয়ে যাই নিয়ম ভাঙ্গুন— কি বলে এই ছেলে? এতক্ষণ নিয়ম এর কথা বলে এখন কিনা এই কথা!!! হুম বলছি কিছু সময় নিজের জন্য বের করুন ছবি তোলার জন্যে না বরং যেখানে ছবিত তুলছেন সেই জায়গাটি একবার সার্ভে করে নিন;ঘুরুন;জানুন এবং ছবি দিয়ে গল্প তৈরি করুন। আর অবশ্যই সম্পর্ক ভাল রাখুন। লেখা: ফাহিম রাজ সোর্স লিংক : fahimraj/digital-photography/photography-mythology-a-strong-story-of-a-photo/ ছবি ক্লিকে : আমি Device: Primo GH2
Posted on: Tue, 23 Dec 2014 13:01:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015