Pinaki Bhattacharya Saffat Hossain পিনাকিদা - TopicsExpress



          

Pinaki Bhattacharya Saffat Hossain পিনাকিদা এবং সাফফাত ভাই , ভারতের ভাল ইজিনিয়ারিং কলেজ যেমন আইআইটি গুলোর থেকে গ্রাজুয়েট করা প্রথম সারির ফ্রেশারদেরকে , মাসিক চার পাচ লাখটাকা চাকরির অফার দেয়া হয় বলেছিলাম, বিশ্বাস করেননি। আমাকে বলার পরে, আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি। তাই এখন ঘেঁটে ঘুঁটে লিঙ্ক দিচ্ছি। timesofindia.indiatimes/home/education/news/Five-IIT-Bombay-students-get-Rs-30-lakh-plus-job-offers/articleshow/26813172.cms এই লিঙ্কে দেখা যাচ্ছে, এপিক বলে একটা হেলথসেক্টর কোম্পানি আইআইটি কানপুরের ১২ জন স্টুডেন্টকে বাৎসরিক ১.১ লাখ ইউএসডি স্যালারিতে রিক্রুট করেছে, যেটা ইন্ডিয়ান রুপিতে মাসে সারে পাচ লাখ এবং বাংলা টাকায় সাত লাখ টাকার মত হবে। এইটা এভারেজ বলছি না। এইটা টপ গ্রাজুয়েটদের বেতন। এই লিঙ্ক মতে, এই কলেজ গুলো থেকে ফ্রেশার দের এভারেজ সেলারি হচ্ছে বছরে ২০ লাখ টাকা। মানে মাসে, ১.৬ লাখ রুপি মানে ২.১ লাখ টাকা। এইটা এভারেজ, মানে সব চেয়ে খারাপ ছাত্রটাও এই বেতনের কাছাকাছি পাচ্ছে । আরো জানার জন্যে কোরা থেকে একটা লিঙ্ক দিচ্ছি, যেই খানে অনেকেই উত্তর দিয়েছে এই প্রশ্নের । quora/Indian-Institutes-of-Technology-IITs/What-is-the-current-average-starting-salary-for-an-IIT-Graduate-in-dollars তাদের ভাষ্য মতে, ভাল ইনিজিনিয়ারিং কলেজের প্রথম দশ জন গ্রাজুয়েটরা মাসে ৩ থেকে ৪ লাখ রুপি পাচ্ছে। এইটা দুই বছর আগের ডাটা , এইটা বলছে, আইটি কোম্পানি গুলো এবং নতুন গ্রাজুয়েটদেরকে, বছরে ১০ লাখ থেকে ৪০ লাখ টাকার মত দিচ্ছে। আমি আপনার প্রশ্নের উত্তরটা পাব্লিকলি দিলাম। কারন, আমাদের দেশের বিভিন্ন ধরনের আদর্শিক দ্বন্দ্বে বিভক্ত মানুষেরা বুঝতে পারছেনা, নিজেদের দেশের মধ্যে এই ধরনের বিভাজনের পালে হাওয়া দিতে তারা তাদের পরিবার, তাদের সন্তান এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা কিভাবে ধ্বংস করছে ? কারন আমি মোটেও বিশ্বাস করিনা, ভারতীয় এই ছাত্ররা আমাদের ছাত্রদের চেয়ে বেশি মেধাবী। এবং একটা প্রশ্ন ছুড়ে দিলাম, যদি ফ্রেশারদের বেতন এই রকম হয়, তাইলে এক্সপিরেয়েন্সডরা কত পায় ? জিজ্ঞেষ কইরেন না। বিশ্বাস করবেন না।
Posted on: Sat, 26 Jul 2014 13:47:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015