** Please read at your own risk, the following content may contain - TopicsExpress



          

** Please read at your own risk, the following content may contain offensive, explicit languages. ভারত মাতা কি জয় হো আর পাকিস্তান জিন্দাবাদ - প্রথম পর্ব । ১৯৪৭ সাল থেকে ১৯৭১ এবং ১৯৭১ থেকে ২০১৪ - আমার কিছু কথা ! একান্তই আমার ভাবনা .... ২৬ শে মার্চ শেষ হয়ে গেল! আমাদের মহান স্বাধীনতা দিবস! উদযাপিত হল একটু ভিন্ন ভাবে! লাখো কণ্ঠে গেয়ে উঠল - আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি! আজ আরেকটি নতুন দিন। কারও হয়ত মনেও থাকবেনা আরেকটি বছর না আসলে, ২৫শে মার্চ রাতের বর্বরতা চলেছিল দীর্ঘ নয় মাস ! আমরা আমার সোনার বাংলাতে চোরা পথে আনব সোনার চালান! নিজ দেশের সম্পদ লালসা গ্রস্ত হয়ে তুলে দিবো ভিনদেশীদের হাতে! আর ভালোবাসা হয়ে যাবে বাসি! আসলে আমাদের দেশপ্রেম জাগরিত হয় বিশেষ মাসে, বিশেষ দিবসে! তারপর? আবার শুরু হয় পুঁজিবাদের আর ভোগবাদের বন্দনা! দেশের ক্ষতি যে কিসে হয়, তা বুজবার ক্ষমতা আমাদের কয়জনের আছে, তা জানতে ইচ্ছে করে! আমরা অদ্ভুত এক জাতি ! অদ্ভুত আমাদের মানসিকতা! অদ্ভুত আমাদের প্রবণতা! যার বীজ ঠিক কবে বোনা হয়েছিলো তা হয়ত নৃতত্ত্ববিদ কিংবা ঐতিহাসিকরা বলতে পারবেন সঠিক পরিসংখ্যান দিয়ে। কিন্তু ১৭৫৭ সালের পলাশীর প্রান্তর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল যে বাঙ্গালীর সমাজ-সংস্কৃতি কে সঠিক-বেঠিক পথে পরিবর্তিত করেছে তা বলাই বাহুল্য! রাজনৈতিক ইতিহাস আমাদের যেমন চিনিয়েছে মীরজাফর তেমনি, আমরা জেনেছি তিতুমীর, হাজী শরিয়তউল্লাহ্‌, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা প্রমুখদের মতন বিপ্লবী চরিত্র ! সুভাষ বোস, হোসেন শহীদ সোহরোয়ারদী, মাওলানা ভাসানী, খাজা নাজিমুদ্দিন, শেরেবাংলা ফজলুল হক, শরৎচন্দ্র বোস প্রমুখ পরিনত নেতৃত্ব ! ব্রিটিশ রাজ সময়ের প্রয়োজনে ভারতবর্ষ ছেড়ে গেলো ঠিকই কিন্তু এই উপমহাদেশের একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে গেলো - যার নাম ধর্মীয় বিদ্বেষ, ফলাফল হিংসা এবং দাঙ্গা ! বাংলা কে করা হল বিভক্ত! কেন? বাঙ্গালী বেয়াড়া বোলে? বাঙ্গালী মুক্তিকামী বোলে? বাঙ্গালী মুক্তিকামী জনতা ব্রিটিশরাজ এর ভিত কাঁপিয়ে দিয়েছিল বলে? অবিভক্ত বাংলা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার বলে ? প্রায় সারা বিশ্ব জয় করা ব্রিটিশদের কাছে এই উপমহাদেশের বাঘা বাঘা রাজনীতিবিদরা বেড়াল ছানা বৈ অন্য কিছু ছিল না ! একটু ক্ষমতার দুধের সাথে ধর্ম টা গুলিয়ে খাইয়ে দেওয়া! টুকরো করে ফেলা হল উপমহাদেশকে ! সেই সাথে টুকরো হল এ অঞ্চলের দুটি বৃহৎ জাতিসত্তার অখণ্ড ভূমি - বাঙলা এবং পাঞ্জাব ! চিন্তা করুন একবার, বাঙলা এবং পাঞ্জাব দুটি ভিন্ন স্বাধীন দেশ হিসেবে ! কিন্তু এর পরিবর্তে লাগিয়ে দেওয়া হল দাঙ্গা, কি কারণে দাঙ্গা বুজে উঠবার আগেই মারা গেল লাখ লাখ লাখ হিন্দু মুসলিম শিখ, জানলও না কি কারনে ! জায়েজ করা হোল হিন্দু এবং মুসলিমদের জন্য দুটি ভিন্ন দেশ - সন ১৯৪৭ ! ভারত মাতা কি জয় হো আর পাকিস্তান জিন্দাবাদ বলতে বলতে সাধারণ মানুষ নিঃস্ব, উদবাস্ত হয়ে নিজ জন্মস্থান বা বাসস্থান ত্যাগ করেছিল কিনা জানিনা, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, তাদের চোখের কোনে ছিল জল, গলাচাপা কষ্ট আর বুকফাটা নিঃশব্দ আর্তনাদ ! ...চলবে
Posted on: Wed, 26 Mar 2014 21:10:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015