Post No-166: iTools দিয়ে ফোন নাম্বার - TopicsExpress



          

Post No-166: iTools দিয়ে ফোন নাম্বার সেভ করবেন যেভাবেঃ যার কোন কিছু হারিয়ে যায় সেই বুঝে হারানোর ব্যাথা। আইফোনে যেহেতু সরাসরি সিমে ফোন নাম্বার সেভ করা যায় না (তবে জেইলব্রেক থাকলে অন্য কথা) তাই সময় থাকতে ফোন নাম্বার সেভ করে রাখুন। যারা iCloud ব্যাবহার করেন তাদের জন্য এই পোস্ট না। প্রথমে iTools ওপেন করে আইফোন সংযোগ দিন পিসির সাথে। এখন Information এ গিয়ে দেখুন সবগুলো ফোন নাম্বার দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলে সবগুলো সিলেক্ট করে Import/Export থেকে Export এ গিয়ে যেকোনো অপশন সিলেক্ট করে সেভ করতে পারবেন। যা Outlook or Hotmail, Gmail ইমেইল এড্রেসে এবং CSV,VCF ফাইল ফরম্যাটেও সেভ করে রাখতে পারবেন। তবে CSV ফাইলে সেভ করে পিসিতে রেখে দিবেন। আপনি চাইলে সবগুলোতেই সেভ করে রাখতে পারেন। এখন ফোন হারিয়ে গেলে এই রকম ভাবে Import থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করে আবার ফোন নাম্বার ফেরত পেতে পারবেন। না বুঝলে কমেন্ট করুন।
Posted on: Sat, 10 Aug 2013 18:47:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015