Pulp Fiction Director: Quentin Tarantino - TopicsExpress



          

Pulp Fiction Director: Quentin Tarantino সিনেমা জগতে এমন অনেক মুভি আছে যা সিনেমা জগতে নতুনত্ব এনে দিয়েছে... কিন্তু এমন অনেকের মধ্যে অন্যতম হয়ে আছে এমন সিনেমার সংখ্যা খুব একটা বেশি না... পাল্প ফিকশন ঠিক এমন একটি মুভি যা শতাব্দির পরও অন্যতম হয়ে থাকবে... এটিকে অমর মুভি বললেও আশা করি ভুল হবে না, অমর বলছি এর জন্য কারণ এই পাল্প ফিকশনর মুভির হাত ধরে-ই সিনেমা জগতে নন-লিনিয়ার প্যাটার্নের পুনরুত্থান হয়েছে... নন-লিনিয়ার প্যাটার্নের মুভি সেই ১৯৩০ সাল থেকে-ই নির্মিত হয়ে আসলেও ১৯৪১ সালে এসে Citizen Kane মুভির মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পেতে শুরু করে... এরপর আরো অনেক মুভি এই প্যাটার্নে নির্মিত হতে থাকে... ১৯৯৪ সালে এসে কোয়াতিন তারান্তিনো আর রজার এভারির মাধ্যমে এই ধারা নতুন ভাবে দর্শকের সামনে হাজির হয়... ১৯৯০ সালে রজার এভারি আর তারান্তিনো সিদ্ধান্ত নেন শর্ট ফিল্ম নির্মান করবেন... কিন্তু তাদের এই কাজের জন্য কেউ-ই টাকা ঢালতে ইচ্ছুক না, সেই সময় বেশির ভাগ প্রোডিসার-ই ফিচার ফিল্মের জন্য কাজ করতে ইচ্ছুক... তাই, প্রোডিউসারের অভাবে তাদের এই শর্ট ফিল্ম প্রজেক্ট বন্ধ করতে হয়... এরপর তারা ফিচার ফিল্ম নির্মানের সিদ্ধান্ত নেন... এই প্রজেক্টে তারা সফল হন... । ১৯৯২ সালে তারান্তিনো পাল্প ফিকশন মুভির কাজে হাত দেন, এই মুভির কাহিনী আবর্তিত হয় ৩টি আলাদা গল্পকে কেন্দ্র করে, যাদের মধ্যে পরবর্তীতে বিভিন্ন কায়দায়, কাহিনীর মার-প্যাচের মাধ্যমে সংযোগ হয়... তো এই ৩টি আলাদা কাহিনীর মধ্যে একটির স্ক্রিনপ্লে ১৯৯০ সালে রজার এভারি করে রাখেন... ১৯৯২ সালে তারান্তিনো ঐ একটি গল্পের সাথে আরো ২টি গল্প জোড়াতালি দিয়ে নির্মান করেন পাল্প ফিকশন এখনকার সময়ে এই মুভির কাহিনী তেমন আহামরি কিছু-ই না, কিন্তু ১৯৯৪ সালে মানে আজ থেকে প্রায় ২০ বছর আগে এই রকম একটি মুভি নির্মান করা চাট্টিখানি ব্যাপার ছিলো না... তারান্তিনো আজ তারান্তিনো বলে এতো বিখ্যাত শুধু মাত্র এই মুভির কল্যানে-ই... ঐ সময় এমন একটি মুভি নির্মানের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কি... গ্যাংস্টার টাইপ মুভির ধরণও পাল্টে গেছে এই মুভির কল্যানে... পৃথিবীর অনেক বিখ্যাত ম্যাগাজিনে সেরা মুভির তালিকায় এই মুভির অবস্থান ঈর্ষণীয় স্থানে... এই মুভির প্রতিটি দিক-ই যথেষ্ট প্রশংসার দাবিদার... সিম্পলী,অসাধারণ ডিরেকশন... স্টোরি আর স্ক্রিনপ্লে দুটো-ই জাস্ট আমেজিং... এই মুভির জন্য আলাদা ভাবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করা হয়নি... ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে কাজ করেছে surf music, rock and roll, soul, আর pop songs... এবার আসি মুভির মেইন পয়েন্টে... ডায়ালগ... পাল্প ফিকশন মুভির আসল ব্যাপার-ই ডায়ালগের মধ্যে নিহিত... একটি মুভিতে সব ডায়ালগ সবার জন্য না, ডায়ালগ দেয়ার কাজ দিয়ে দিলাম, আর মুভি হয়ে গেলো... এইটা হলে তো প্রায় প্রতিটা ঘরে ঘরে স্ক্রিপ্ট রাইটার পাওয়া যেতো... এই মুভিতে প্রতিটি ক্যারেক্টারের সাথে তাদের ডায়ালগের একদম যুত সই যাকে বলে... অভিনয়ের দিক থেকে ব্রুস উইলিস ছাড়া প্রায় সবার অভিনয় ভালো লেগেছে... বিশেষ করে স্যামুয়েল জ্যাকের অভিনয় বেশি ভালো লেগেছে, ডায়ালগ থ্রোয়িং থেকে শুরু করে গুলি করা স্টাইল সব-ই জোসসস লেগেছে... IMDb এর টপ টেন মুভির মধ্যে এটি-ই সবচে বেশি সমালোচিত মুভি, যদিও আমেরিকান ক্রিটিক্সদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে কিন্তু আইএমডিতে তে এই মুভিটি, বুলসিট, বোগাস,অভার-রেটেড(এই কথা তো পুরো-ই ট্রেডমার্ক হয়ে গেছে এই মুভির ক্ষেত্রে), বোরিং, টেরিবল, ক্র্যাপ, 9 IMDb? Really?... আরো হাজারো রকম বিশেষনে মুভিটিকে বিশেষায়িত করা হয়েছে... তাদের এহেন কথা পড়ে বুঝলাম, আসলে-ই সব মুভি সবার জন্য না... হ্যা, এইটা অবশ্য ঠিক যার যার মতামত তার তার কাছে তাই বলে, একটা মুভিকে ক্র্যাপ বলার কোনো মানে হয় না, যেখানে এই মুভিটি আদারস অনেক অডিয়েন্সের কাছে মাস্টারপিস বলে স্বীকৃত... বাক্স-রহস্য ঃ মুভিটি যারা দেখেছেন তাদের অনেক-ই মুভিটি দেখার পর একটি কথা-ই ভেবেছেন ঐ বাক্সে কি আছে... পরিচালক এখানে-ই মুভিটি নিয়ে ভাবার সুযোগ দিয়েছেন... তারান্তিনোকে জিজ্ঞেস করা হয়েছিলো এই ব্রিফকেসে কি ছিলো... তখন তিনি উত্তর দেন, অডিয়েন্স যা মনে করবে তাই আছে... প্রথমে এই বাক্সে ডায়মন্ড দেয়ার কথা ছিলো কিন্তু পরবর্তীতে তারান্তিনো এই ব্যাপারটি একটু মিস্ট্রিয়াস করে রেখেছেন... মার্ক করে রাখার মতো অনেক ব্যাপার-ই এই মুভিতে আছে... এই মুভিতে সবচে মজার যে ব্যাপারটি লেগেছে তা হলো ভিনসেন্ট যতোবার-ই ওয়াশ রুমে গেছে ঠিক ততবার-ই কোনো না কোনো অঘটন জুলস ঘটিয়েছে অথবা ঘটে গেছে... মুভিতে ভিনসেন্ট আর মিয়াকে ক্ল্যাসিক ডান্স করতে দেখা যায়, ঐ ডান্স পারফরমেন্সটি হুবহু 8½ মুভি থেকে নেয়া হয়... প্রতিটা মুভমেন্ট-ই ঐ মুভি থেকে নেয়া হয়েছে... অভার-অল আমার খুব-ই প্রিয় একটা মুভি... যাদের কাছে মুভিটি ভালো লাগেনি তাদের বলছি, মুভিটি আবার দেখেন, যদি ভালো না লাগে তাহলে আবার দেখেন... এরপরও যদি ভালো না লাগে তাহলে আবার দেখেন... দেখতে থাকেন যতবার না মুভিটা ভালো লাগছে... =D
Posted on: Thu, 23 Oct 2014 07:19:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015