QURAN & mordern science: •• Zakir naik: আর - TopicsExpress



          

QURAN & mordern science: •• Zakir naik: আর রাহমান (১৭) মারিজ (৪০) এ বলা হয়েছেঃ আল্লাহ রাব্বুলআলামিন দুই উদয়াচল এবং দুই অস্তাচলের মালিক । আমরা আজ আধুনিক বিজ্ঞানের কল্যানে জানিঃ সূর্য ঠিক পুর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় মাসে দুই দিন । এটাই কর্কট বা মকরক্রান্তি । বাকি দিন গুলোতে x আকারে উঠে এবং অস্তযায় । মানে কখনো এভাবে কোনাকোনি "" অথবা এভাবে "/" ( " পাঁচ মিশালী | Assorted ") অর্থাত্ উওর পূর্ব কোনে উদিত হয় এবং দক্ষিন পশ্চিমে অস্ত যায় । অথবা দক্ষিন পুর্বে উদিত হয়ে উওর পশ্চিমে অস্ত যায় । আল্লাহ তাআলা পুর্ব ও পশ্চিমের মালিক । তিনি ১৪০০ বছর পূর্বে পুর্ব ও পশ্চিমের সব কটি অবস্থানের কথা মহাগ্রন্থ আল কোরআনে বর্ননা করেছেন ।অথচ এসব ব্যাপার আমরা জানতে পেরেছি এই কদিন আগে । mam [share: if u want to spread] মাঝে মধ্যেই এই ধরনের পোস্ট পড়তে লাইক দিনঃ ₪ •• zakir naik আমার দেখা এই সময়ের শ্রেষ্ঠ Islamic স্কলার ••
Posted on: Fri, 16 Aug 2013 05:17:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015