Question Answer 1. কোনটি ‘সাপ’ - TopicsExpress



          

Question Answer 1. কোনটি ‘সাপ’ শব্দের প্রতিশব্দ? ভুজঙ্গ 2. ‘রাজন’ শব্দের অর্থ- রাজা মহারাজ 3. ‘নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল”- উদ্ধৃত অংশ কোন রচনার? একটি ফটোগ্রাফ 4. ‘বিলাসী’ গল্পে কে মৃত্যুঞ্জয়কে অন্নপাপের জন্য দায়ী করেছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া 5. “শহরের সেরা নাচিয়া ছিলো, আজকাল অবশ্য রাজনীতি করছে” – বাক্যটির রচয়িতা কে? জহির রায়হান 6. কোনটি মৌলিক শব্দ নয়? ডুবুরি 7. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে কোন চিন্তা মনে হয়? চর্চার আনন্দ 8. নিকট এবং দূর, এই দুই নিয়েই আমাদের যত কিছু কারবার।’ বাক্যটি- যৌগিক 9. ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা হতে আগত? পর্তুগীজ 10. ‘বাগাড়ম্বর’ এর সন্ধিবিচ্ছেদ হল- বাগ+আড়ম্বর 11. মীর মসাররফ হোসেনের জন্ম কত সালে? ১৮৪৭ 12. ‘আঁতাত’ শব্দটি- ফরাসি 13. সুফিয়া কামাল নিম্নের কোন পুরস্কারটি পাননি? প্রেসিডেন্সি পুরস্কার 14. ‘মশকর’ শব্দটি- আরবি 15. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন বি হ্যালহেড 16. কোনটি প্রবচনের উদাহারণ? আপনি ভালো তো জগত ভালো 17. গৌরীশংকর কে? হৈমন্তীর বাপ 18. একুশে ফেব্রুয়ারিকে কত সালে আন্তোর্জাতিক মাতৃভাষা দিবস এর মর্যাদা দেয়া হয়? ১৯৯৯ 19. ‘কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিত’- ‘হেতু’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিমিত্ত 20. ‘শকুনি মামা’র অর্থ কী? কুচক্রী লোক 21. He has been ill————Friday last since 22. The word “Shrug” indicating doubt or indifference is associated with- Shoulders 23. Chair : Bench :: rule : yardstick 24. Chose the right word to fill the blank : I should appreciate it if you could complete this work _____ Thursday. by 25. Peter is playing tennis___ Sunday. on 26. Antonym of MULTIFARIOUS. lacking diversity 27. The readers like _____ better than mine. his and hers 28. Choose the correct option. Junu will have left by ten am. 29. The children were entrusted ____ the care of their uncle. with 30. I do not understand this sentence. What __________? does this word mean 31. I suggest that he—-there. go 32. what is the meaning of the word stanch put an end to 33. Thirst : Parch :: fever : flush 34. “Pass away” means. die 35. When Karen arrived, we________dinner. were having 36. The Examination —–before I reached the hall had started 37. I know him. He is known to me 38. I felt very tired when I go home. So I___straight to bad. went 39. Yesterday, George ____________ me _______________ to lunch. We went to “Le Caprice”. took, out 40. find the synonyms of precarious is risky 41. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত? ২লিটার 42. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান? ২২৪ 43. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে:মি: ও ৯ সে:মি: ।এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত ?? ২৪সে:মি: 44. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? ৮ 45. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল;ক্রেতা ঐ দ্রব তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রি করল।শেষ বিক্রয় মূল্য কত ছিল? ১৩১০ 46. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? ৩৩ বছর 47. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো ১২০° 48. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত? ’20:35:42 49. a+b+c=9, a²+b²+c²=29 হলে ab+bc+ca এর মান কত? 26 50. ১,৩,৬,১০,১৫,২১…….. ধারাটির দশম কত? ৫৫ 51. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল- ৪৯৫০ 52. x²-11x+30 এবং x³-4x²-2x-15 এর গ,সা,গু কত? x²+x+3 53. x+1/x=√3 হলে x3+1/x3 এর মান কত? 0 54. (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ? (-1,-1) 55. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত? ২৫,০০০ টাকা 56. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ১১/১৪ 57. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়- রম্বস 58. নিচের কোন সংখ্যাটি মৌলিক? ৪৭ 59. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? ২২ 60. যদি x² + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p > 0 হয়, তবে p এর মান- √২৪ 61. জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটল 62. ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? ২৩০০০ 63. হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোম্যাটিক যৌগ নয় কোনটি ? 1,3 সাইক্লো বিউটা ডাইন 64. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের 65. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ইংরেজিতে কী বলে? information and communication technology 66. ব্যাঙের অগ্রপদে কয়টি করে আঙুল থাকে? ৪টি 67. পাই বন্ধনের বৈশিষ্ট্য কোনটি? সংকর অরবিটালে ঘটে না 68. আকাশে বিজলি চমকায় কেন? মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সষ্ণিত হলে 69. ZnO আকরিকের নাম কি? জিনসাইট 70. কোলাজেন এক ধরনের- আমিষ 71. কোনটি ভেক্টর রাশি? বেগ 72. প্রমাণ দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে 73. নাইট্রিক এসিডের ব্যবহার নয় কোনটি? দিয়াশলাই প্রস্তুতিতে 74. কোন কাজে Cu2O ব্যবহৃত হয় না? বিষাক্ত গ্যাস প্রতিরোধক মুখোশ তৈরিতে 75. আণবিক সংকেত নির্ণয় করার জন্য কি প্রয়োজন? উভয়েই 76. He এর ইলেকট্রন দুটির কোন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন? স্পিন 77. রাইবোসোমের প্রধান কাজ- আমিষ প্রস্তুত 78. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটি নয় যেটি- একা অ্যালুমিনিয়াম 79. ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড একটি- অম্লীয় অক্সাইড 80. কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায়? অ্যামোনিয়াম সালফেট 81. প্রান্তিক লেক কোথায় অবস্থিত? বান্দরবান 82. খুলনা বিভাগের মোট আয়তন কত? ২২২৭৪ বর্গ কি.মি 83. সোপান অঞ্চল কি? চত্বরভূমি 84. বাংলাদেশ মেরিন একাডেমী অবস্থিত- চট্রগ্রামের জলদিয়াতে 85. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে নির্মিত হয়? ১৯৬২ সালে 86. বঙ্গভঙ্গ কোন সনে রদ হয়? ১৯১১ 87. ICVTRB অবস্থিত (বর্তমানে IIT) - গাজীপুরে 88. ঢাকা শহরের গোড়াপত্তন হয়- মুঘল আমলে 89. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে- বুড়িগঙ্গার তীরে 90. জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যস্থিত বিরতিকাল- ৬০ দিন 91. তিউনেসিয়া স্বাধীনতা পায়- ১৯৫৬ সালে 92. দুই কোরিয়া জাতিসংঘে পৃথক দেশ হিসাবে যোগদান করে- ১৮ সেপ্টেম্বর, ১৯৯১ 93. কখন জার্মানী একনায়কতন্ত্রের আবির্ভাব ঘটে- প্রথম বিশ্বযুদ্ধের পরে 94. বিশ্বের সংক্ষিপ্ত সীমান্তের দেশ দুটি কি কি? ইতালি ও ভ্যাটিক্যান 95. ১৭০২ সালে তিমুর লেসেথে কাদের ঔপনিবেশ ছিল? পর্তুগীজ 96. সর্বাধিক ভাষা ব্যবহৃত হয় কোন দেশে? ভারতে 97. খুম্বা কোন দেশের মহাকাশযান উৎক্ষেপন কেন্দ্র? কেরালা, ভারত 98. বৃটিশ সরকার আরাকান ও বার্মা দখল করে নেয়- ১৮২৩ সালে 99. ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? মিশর 100. স্বায়ত্ত্বশাসন না স্বাধীনতা এই প্রশ্নে তিমুর লেসেথের জনগণ স্বাধীনতার পক্ষে ভোট প্রদান করে- ৭৮.৫%
Posted on: Tue, 02 Dec 2014 07:24:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015