Raphael Varane রিয়াল মাদ্রিদের - TopicsExpress



          

Raphael Varane রিয়াল মাদ্রিদের একজন Important 1st Team Player Full Name : Raphael Varane Born : 25 April , 1993 in Lille , France Current Team : Real Madrid Kit Number : 2 Position : Defender Foot : Right Players Agents : Mondial Sport Management & Consulting Sarl Contract Signed : 1 July 2011 Contract Until : 30 June 2017 ফুটবল যাত্রা শুরু হয় Club Hellemmes এর হাত ধরে । ২০০২ সালে ফ্রেঞ্চ ক্লাব RC Lens এ পাড়ি জমান । ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত RC Lens কে গোল থেকে আগলে রাখেন । ক্যারিয়ারের দীর্ঘ সময় এখানে আলো ঝড়াতে ঝড়াতে স্প্যানিশ জায়ান্ট Real Madrid এর শর্টলিস্টের নামে জায়গা করে নেন। ২০১১ সালে যোগ দেন এই গ্যালাক্টিকোদের শিবিরে । রিয়াল মাদ্রিদের ১৯ নং জার্সি গায়ে জড়িয়ে রিয়ালের হয়ে যাত্রা শুরু করেন। ২০১২ - ২০১৩ মৌসুমেই গায়ে জড়ান ২ নং জার্সি। আন্তর্জাতিক ক্যারিয়ারেও তিনি রয়েছেন উজ্জ্বল। মাত্র ২০ বছর বয়সে ২০১৪ ফুটবল বিশ্বকাপে নিজের স্থানটা বেশ পাকাপোক্ত করে নেন । জিতে নেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কারটাও ।
Posted on: Sun, 10 Aug 2014 19:29:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015