SCS সিলেট ক্যাবল সিস্টেমস - TopicsExpress



          

SCS সিলেট ক্যাবল সিস্টেমস মনোপলি ভাবে সেটটপ বক্স ডিজিটালায়নের নামে কোটি কোটি টাকার ব্যাবসা করছে। কোন প্রতিবাদ নেই। যারা প্রথমে সংযোগ নিয়েছেন তখন ২০০০ টাকা করে অফেরত যোগ্য অপারেটরদের দেওয়া হয়। বর্তমানে সেটটপ বক্সের জন্য ৩৫০০ টাকা প্রদান করতে হচ্ছে সেটটপ বক্সের জন্য। সিলেটের জনগন, SCS এর দর্শক আজ জিম্মি। কয়েক জনের সাথে প্রতিবাদের সুরে কথা বল্লে জানাযায় SCS কর্তৃপক্ষ সাংঘাতিক শক্তিশালী সংস্থা। তাদের সাথে সিলেটের রথি মহারথি কিচ্ছু করেতে পারেন নাই আমি কি করেনেবো ?????? এত বছর ধরে TNT, PDB ‘র মত সরকারী সংস্থার খুটি, খাম্বা ব্যবহার করে 1/11 সময় বাবসা করেছে SCS এখনতো গনতান্ত্রীক সরকার কেউ কিছু করতে পারবে না !!!!!! 1/11 সময় ধার্য করা হয় ৩০০টাকা গ্রাহক এর বিল। পরবর্তী অবস্থায় ৩০০,৪০০,৫০০ টাকা করে মাসিক ভাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে থেকে বিল নিচ্ছে SCS, ইনকামটেক্স, দুর্নিতী দমন কমিশন কেউ কিছু করার ক্ষমতা বা জবাব দিহিতা প্রকাশ করার সাধ্য নেই কারণ এই সকল সরকারী প্রতিষ্টানের চেয়েও SCS ক্ষমতাশীল। তা না হলে এরকম মনোপলি ব্যাবসার কোন প্রতিবদি কন্ঠ জেগে উঠতে পারছে না কেন !!!! প্রশাসন সহ সকল সংশ্লিষ্ট মহল SCS হতে মাসিক ধার্যকৃত টাকা, ঈদ বোনাস, ফ্রী সেটটপ বক্স ইত্যাদি নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবাদ করবে কে ????????????????? আমি আমরন SCS মনোপলি ব্যাবসার প্রতিবাদ করব---------- আফসুস SCS প্রতিষ্টান এত ক্ষমতাশীল সে ক্ষমতার কি কোন পর্যায় ক্রমে বেড়েই চলছে এদের প্রতিহত করার মত সরকারী কোন সংস্থা নেই। কারন সংশ্লিষ্ট সরকারী সকল দুর্ণীতিতে ভরপুর। সামাজিক আন্দোলন করতে হবে, এখনো সময় আছে আসুন আমরা প্রতিবাদ করি। SCS আর্থীক নির্যাতন থেকে সিলেটবাসী মুক্তি পাই---------
Posted on: Sat, 24 Aug 2013 17:15:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015