SHEIKH IMRAN HOSEINS LATEST: সুন্নি ও শিয়া - TopicsExpress



          

SHEIKH IMRAN HOSEINS LATEST: সুন্নি ও শিয়া মতানৈক্য Bridging The Sunni Shia Divide by Sheikh Imran Hosein. Recorded on 26th Nov 2014 at Bumi Langit Yogyakarta Indonesia. Sheikh Imran Hosein warns about the Sunni Shia divide which could lead to a Civil war where the enemies of Islam will rejoice. https://youtube/watch?v=2zx2lKAmv8U&feature=youtu.be ২২ নভেম্বর ২০১৪ ইন্দোনেশিয়ায় ধারনকৃত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার, দার্শনিক এবং লেখক আল্লামা ইমরান নযর হোসেন এর লেকচার। Video Courtesy Youtube: Rimau Terbang Imran Nazar Hosein is a leading International Islamic Philosopher, Scholar and author, specialising in world politics, economy, eschatology , modern socio-economic/political issues and expert on international affairs. He is best- selling author of Jerusalem in the Quran. Imran Nazar Hosein was born on the Caribbean island of Trinidad in 1942 to parents whose ancestors had migrated from India as indentured labourers. He studied Islam, Philosophy and International Relations at several universities and institutions of higher learning. Among them are al-Azhar University in Cairo, Egypt, the Institute of International Relations of the University of the West Indies in Trinidad, the University of Karachi in Pakistan, the Aleemiyah Institute of Islamic Studies in Karachi, Pakistan, and the Graduate Institute of International Studies in Geneva, Switzerland. _____________________________ শায়খ্ ইমরান নযর হোসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার, দার্শনিক এবং লেখক। ইসলাম ধর্মের জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি মিশর এর আল আযহার, সুইজারল্যান্ড, এবং ওয়েস্ট ইন্ডিজ সহ বিশ্বের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, ইন্টারন্যাশনাল রিলেশনস্, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমি-তে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ট্রিনিড্যাড এন্ড টোবেগো এর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা এবং কূটনীতিক ছিলেন। ১৯৯১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম প্রচারের কাজ করেন এ সময় তিনি যয়েন্ট কমিটি অব মুসলিম অর্গনাযেসন্স অব গ্রেটার নিউ ইয়র্কে অবস্থিত জাতি সংঘ সদর দপ্তরে খতিবের পদে নিযুক্ত ছিলেন এবং জুম্মার ভাষণ দিতেন। আধুনিক কালে তিনি ইসলাম-সংক্রান্ত বিষয়ে সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন লেখক এবং বিশ্বমঞ্চে একজন অসাধারন এবং বিস্ময়কর বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে পবিত্র কোরআনে জেরুজালেম (জেরুজালেম ইন দ্যা কোরআন) বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রন্থটি বেশ কয়েকবার বেস্ট সেলার তালিকার স্থান পায় এবং বাংলা, উর্দু, আরবী সহ ডজন খানেক ভাষায় অনুবাদিত হয়।
Posted on: Mon, 01 Dec 2014 11:53:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015