Secondary School Certificate Exam preparation Sub: Accounting - TopicsExpress



          

Secondary School Certificate Exam preparation Sub: Accounting Update: GEE Bangladesh, 01 December 2014 Read our Educational Daily geebd এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর রাজন স্টোরের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ: মূলধন ৫০,০০০ টাকা ক্রয় ২২,৫০০ ” মজুদ পণ্য (১-১-২০১৪) ২০,০০০ ” হাতে নগদ (১-১-২০১৪) ৬,০০০ ” মজুদ পণ্য (৩১-১২-২০১৪) ২৫,০০০ ” বিক্রয় ৩০,০০০ ” বিবিধ পাওনাদার ১০,০০০ ” ৬% বন্ধকী ঋণ ১২,৫০০ ” প্রাপ্ত ভাড়া ১৫,৫০০ ” বিজ্ঞাপন ৭,০০০ ” কলকবজা ৪০,০০০ ” আসবাবপত্র ২১,৫০০ ” ব্যাংক জমা ৭,০০০ ” ক. উপরিউক্ত কোন কোন দফাগুলো রেওয়ামিলে আসবে না। ২ খ. ৩১ ডিসেম্বর ২০১৪ সালের রেওয়ামিল প্রস্তুত করো। ৪ গ. উপরে উল্লিখিত উদ্বৃত্তগুলো থেকে সম্পদ ও দায়ের পরিমাণ লেখো। ৪ উত্তর-ক: যেসব দফা রেওয়ামিলে আসবে না ক্রমিক নং বিবরণ টাকা টাকা ১ ২ হাতে নগদ (১-১-২০১৪) মজুদ পণ্য (৩১-১২-২০১৪) ৬,০০০ ২৫,০০০ ৩১,০০০ উত্তর-খ: রাজন স্টোরের রেওয়ামিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ক্রমিক হিসাবের নাম খ.পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা ১ মূলধন ২ ক্রয় ৩ প্রারম্ভিক মজুদ পণ্য ৪ বিক্রয় ৫ পাওনাদার ৬ ৬% বন্ধকী ঋণ ৭ প্রাপ্ত ভাড়া ৮ বিজ্ঞাপন ৯ কলকবজা ১০ আসবাবপত্র ১১ ব্যাংক জমা ২২,৫০০ ২০,০০০ ৭,০০০ ৪০,০০০ ২১,৫০০ ৭,০০০ ৫০,০০০ ৩০,০০০ ১০,০০০ ১২,৫০০ ১৫,৫০০ ১,১৮,০০০ ১,১৮,০০০ উত্তর-খ: রাজন স্টোরের সম্পদ ও দায়ের পরিমাণ হলো: সম্পদসমূহ টাকা দায়সমূহ টাকা কলকবজা আসবাবপত্র ব্যাংক জমা সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ ২১,৫০০ ৭,০০০ ২৫,০০০ মূলধন পাওনাদার ৬% বন্ধকী ঋণ ৫০,০০০ ১০,০০০ ১২,৫০০ ৯৩,৫০০ ৭২,৫০০ শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
Posted on: Mon, 01 Dec 2014 09:57:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015