Secondary School Certificate Exam preparation Sub: Bangladesh & - TopicsExpress



          

Secondary School Certificate Exam preparation Sub: Bangladesh & Global Studies Update: GEE Bangladesh, 29 November 2014 Read our Educational Daily geebd এসএসসি পরীক্ষা বিশেষ প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১। ফজলুল হক মন্ত্রিসভা কে বাতিল করেন? ক. ফজলুল হক খ. মওলানা ভাসানী গ. মুহাম্মদ আলী জিন্নাহ ঘ. গোলাম মোহাম্মদ ২। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের পর কখন সামরিক শাসন জারি করা হয়? ক. ১৯৫৪ খ. ১৯৫৫ গ. ১৯৫৮ ঘ. ১৯৬৮ ৩। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? ক. ফজলুল হক খ. আইয়ুব খান গ. ইস্কান্দার মির্জা ঘ. গোলাম মোহাম্মদ ৪। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের পর পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান গ. গোলাম মোহাম্মদ ঘ. ইস্কান্দার মির্জা ৫। ফজলুল হক মন্ত্রিসভার কখন পতন ঘটে বা বাতিল করা হয়? ক. ১০ মে খ. ২০ মে গ. ২৫ মে ঘ. ৩০ মে ৬। ফজলুল হক মন্ত্রিসভা বাতিল করেন- ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান গ. গোলাম মোহাম্মদ ঘ. ইস্কান্দার মির্জা। ৭। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের পর কখন সামরিক শাসন জারি করা হয়? ক. ১৯৫৬ সাল খ. ১৯৫৭ সাল গ. ১৯৫৮ সাল ঘ. ১৯৬২ সাল ৮। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান গ. গোলাম মোহাম্মদ ঘ. ইস্কান্দার মির্জা। ৯। ১৯৫৮ সালে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান কখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন? ক. ১৭ অক্টোবর খ. ২৭ অক্টোবর গ. ১৫ অক্টোবর ঘ. ৮ অক্টোবর ১০। কে পাকিস্তানে মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন করেন? ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান গ. গোলাম মোহাম্মদ ঘ. ইস্কান্দার মির্জা ১১। পাকিস্তানে প্রবর্তিত মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব পাকিস্তান অংশের সদস্য সংখ্যা ছিল- ক. ৮০,০০০ খ. ৪০,০০০ গ. ৩০০ ঘ. ৩১৩ ১২। পাকিস্তানে প্রবর্তিত মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থার পশ্চিম পাকিস্তান অংশের সদস্য সংখ্যা কত ছিল? ক. ৮০,০০০ খ. ৪০,০০০ গ. ৩০০ ঘ. ৩১৩ ১৩। পাকিস্তানে প্রবর্তিত মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থার মোট সদস্য সংখ্যা কত ছিল? ক. ৮০,০০০ খ. ৪০,০০০ গ. ৩০০ ঘ. ৩১৩ ১৪। মৌলিক গণতন্ত্রীদের ভোটে আইয়ুব খান কবে পাকিস্তানের প্রেসিডেন্ট হন? ক. ১৯৫৪ সালে খ. ১৮৫৬ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৫ সালে ১৫। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়? ক. ১৯৬২ সালে খ. ১৮৬৫ সালে গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৯ সালে ১৬। আইয়ুব খান কখন পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়ন করেন? ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৬ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৫ সালে ১৭। পাকিস্তান সেনাবাহিনীর কত অংশ অফিসার পূর্ব পাকিস্তানে ছিল? ক. ১৯% খ. ১১% গ. ৯% ঘ. ৫% ১৮। আইয়ুব খানের শাসনামলে কবে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়? ক. ১৯৫৪ সালে খ. ১৮৫৬ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৫ সালে ১৯। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত সত্তরের দশকের যুদ্ধটি কত দিন স্থায়ী হয়? ক. ৭ দিন খ. ১২ দিন গ. ১৭ দিন ঘ. ২৭ দিন ২০। শেখ মুজিবুর রহমান কোথায় ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন? ক. লাহোর খ. রেসকোর্স ময়দান গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ. মুজিবনগর ২১। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? ক. মওলানা ভাসানী খ. ফজলুল হক গ. শেখ মুজিব ঘ. সোহরাওয়ার্দী ২২। শেখ মুজিবুর রহমান ও অন্যদের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ১৯৬৯ সালের কখন মুুক্তি দেওয়া হয়? ক. ২ ফেব্রুয়ারি খ. ২২ ফেব্রুয়ারি গ. ২৩ ফেব্রুয়ারি ঘ. ২৫ ফেব্রুয়ারি ২৩। আগরতলা ষড়যন্ত্র মামলার কতজন আসামি ছিল? ক. ২৪ জন খ. ৩৪ জন গ. ৪৫ জন ঘ. ৩৫ জন ২৪। শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? ক. ২ ফেব্রুয়ারি খ. ২২ ফেব্রুয়ারি গ. ২৩ ফেব্রুয়ারি ঘ. ২৫ ফেব্রুয়ারি ২৫। আইয়ুব খান কখন পাকিস্তানের প্রেসিডেন্ট পদ ত্যাগ করেন? ক. ১৯৬২ সালে খ. ১৮৬৫ সালে গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৯ সালে উত্তর: ১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ,উত্তরা, ঢাকা
Posted on: Sat, 29 Nov 2014 10:44:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015