Singer: Hayder Rubel Song : Sham Pirite Eto Jhala Album : Bashi - TopicsExpress



          

Singer: Hayder Rubel Song : Sham Pirite Eto Jhala Album : Bashi Nilo Kuloman ফকির জলফুকার চিশতীর তৃতীয় পুত্র শাহ সবেকদর আলম চিশতী।১৯১৩ ইংরেজী মোতাবেক ১৩৩৪ হিজরীর ২৪শে রমজান দিবাগত রাত্রে নবীগঞ্জের খনকারীপাডা়য় তিনি জন্ম গ্রহন করেন।পবিত্র রজনীতে জন্ম বলে তাঁর নাম রাখা হয় সবেকদর আলম।অত্যন্ত সুদর্শন জ্ঞানী ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই পুরুষ একজন কামেল পীর ছিলেন।তাঁর অসংখ্য ভক্ত ও আশিকান বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যমান।তিনি অসংখ্য আধ্যাত্মিক গানের রচযি়তা।তাঁর গানের থেকে আধ্যাত্মিকতার সহজ পরিচয় মিলে।যেমন- ১-পাগল ঘুরতেছ কার মন্ত্রনায়? বেত বাগানে চন্দন কি আর পাওযা় যায়। যারা হইছে বাগানের মালী, অতি যতন কইরা তারা ফুটাইছে কলি, অযতনে ফুল বাগানে কেমনে কলি ফুটাইবায়? পাগল ঘুরতেছ কার মন্ত্রনায়? ২- রঙ্গে রসে দিন কাটাইলে বুঝিবে আর কোন বেলা? ভাবলে না মন পাগেলা। গণনা কর জামানা, হিসাবে খাস্তা দোনা, রশি ধরা যম খাডা় তবু রইলে রং তলা। ২রা নভেম্বর ১৯৮৩ ইংরেজী নিজ বাডি়তে তিনি ইন্তেকাল করেন। Info and writing by Poet Kutub Aftab.
Posted on: Sun, 21 Dec 2014 00:28:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015