☑Slow কম্পিউটার করে নিন Fast - TopicsExpress



          

☑Slow কম্পিউটার করে নিন Fast :: কম্পিউটার এর স্পিড বাড়ান।কম্পিউটা রের স্পিড বাড়ানো সহ কয়েকটি টিপস জেনে নিন। ◧ অনাকাঙ্খিত স্টার্ট আপ আইকন গুলো অফ করে রাখুন। এজন্য প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে রান এ ক্লিক করুন, লিখুন msconfig এন্টার দিন, সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি ডায়লগ বক্স আসবে, তারপর স্টার্টাপ অপশন সিলেক্ট করে Disable All ক্লিক করে ওকে করুন। ◧ কোনো কিছু করার আগেই কম্পিউটার এর অতিরিক্ত ফাইলগুলো মুছে ফেলুন ...এজন্য উইনডোজ লোগো কী + R প্রেস করে লিখুন prefetch, temp, %temp%, recent, inf, cookies এভাবে একে একে এন্টার দিয়ে সব ফাইল ডিলিট করুন । ◧ Windows Firewall অফ করে দিন, অনাকাঙ্খিত মেসেজ থেকে রেহায় পাবেন, পাশাপাশি এর্রর রিপোর্ট ও disable করে রাখুন। এজন্য স্টার্ট মেনুতে গিয়ে সেটিং এ গিয়ে কন্ট্রোল পানেল থেকে সিকিউরিটি সেন্টার ওপেন করুন।এখানে Change the way Security Center Setting এ ক্লিক করে সব আনচেক করে দিন এবং ওকে করুন।তারপর স্টার্ট মেনুতে গিয়ে সেটিং এ গিয়ে কন্ট্রোল পানেল থেকে উইন্ডোস firewall ওপেন করুন, অফ করে ওকে করুন। ◧ Automatic আপডেট অফ করে রাখুন।My কম্পিউটার এর প্রপার্টিস এ গিয়ে অটোমেটিক updates সিলেক্ট করে Turn off করে ওকে করুন। ▣ আমরা কম্পিউটার এ বিভিন্ন রকম কাজ করে থাকি। কিছু শর্টকাট জানা থাকলে কাজ দ্রুত করা যায় । সেরকম কিছু টিপস জেনে নিতে পারেন, অনেকে জানেন, যারা জানেননা তারা দেখুন । এর মাধ্যমে আপনারা কাজে গতিশীলতা ফিরে পাবেন। সময় বাচিয়ে অবশিষ্ট সময় অন্য কাজ করতে পারবেন। ★মাউস দিয়ে কেন মাই কম্পিউটার এ ঢুকবেন, বেশিরভাগ কাজ কিবোর্ড দিয়েই করুন। উইনডোজ লোগো কী + E প্রেস করলেই আপনি মাই কম্পিউটার এ ঢুকতে পারবেন । ★আপনি এমএসওয়ার্ড এ ঢুকবেন, সব ভার্সন এ শর্টকাট নেই, তাই সাভাবিকভাবে স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামস এ গিয়ে এমএসওয়ার্ড এ ক্লিক করে ওপেন করবেন । কিন্তু আপনি যদি উইনডোজ লোগো কী + R প্রেস করে শুধু winword লিখে এন্টার দিন, Microsoft Excel ওপেন করতে শুধু excel লিখে এন্টার দিন । এরপর থেকে শুধু উইনডোজ উইনডোজ লোগো কী + R প্রেস করে এন্টার দিলেই হলো। ★মনে করুন আপনি কন্ট্রোল প্যানেল এ না গিয়ে ইউজার একাউন্ট ওপেন করবেন, উইনডোজ লোগো কী + R প্রেস করে লিখুন cmd, এন্টার দিন । এখানে একটি কমান্ড লিখুন, C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন । আপনি উইন্ডোজ সেটাপ দিতে গিয়ে কোনো কাজ হয়ত করতে পারবেননা, কিন্তু ফাইল কপি হওয়ার পর পরই কিবোর্ড দিয়ে Shift +F10 প্রেস করুন । কমান্ড প্রম্পট ডায়লগ বক্স আসবে । এখান থেকে আপনি কমান্ড লেখার মাধ্যমে কন্ট্রোল প্যানেল এর বিভিন্ন অপশন এ ঢুকতে পারবেন । ★আপনার কম্পিউটার দ্রুত অফ করতে উইনডোজ লোগো কি দিয়ে দুইবার U প্রেস করলেই আপনার কম্পিউটার অফ হয়ে যাবে । আর R প্রেস করলে রিস্টার্ট হবে । ★ইউটিউব এ ঢুকতে চান কিন্তু পারছেননা, youtube এ গেলে ঢুকতে পারবেননা, কিন্তু লিঙ্কটি কপি করে শুধু http এর পর s বসিয়ে ঢুকতে পারবেন, এভাবে https :// youtube খুব শীঘ্রই ইউটিউব খুলে দিবে সরকার, সিস্টেম করে আর ঢুকতে হবেনা। কেননা আপত্তিকর ভিডিও ইতিমধ্যেই সরানো হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ । ★আপনি এমএসওয়ার্ড এ কাজ করতে গিয়ে একবার বাংলা একবার ইংরেজি টাইপ করতে হয়, এজন্য বারবার ফন্ট পরিবর্তন করা ঝামেলা । আপনি চাইলে শর্টকাট তৈরী করে বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করতে পারেন। তাহলে দ্রুত কাজ করা যাবে।এম এস ওয়ার্ড ওপেন করুন... তারপর Tools অপশন এ গিয়ে customize এ ক্লিক করুন । customize ডায়লগ বক্স আসবে এখানে keyboard অপশন এ ক্লিক করুন ।তারপর customize keyboard ডায়লগ বক্স আসবে । এখানে specify a command অপশন এ categories লিস্ট এ Fonts সিলেক্ট করুন এবং Fonts লিস্ট থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন । ধরুন আমরা SutonnyMJ সিলেক্ট করব সেক্ষেত্রে ফন্ট টি সিলেক্ট করুন । তারপর Press new shortcut key অপশন এ Alt +Z দিন এবং নিচে Assign এ ক্লিক করুন । একইভাবে ইংরেজির জন্য Times New Roman সিলেক্ট করে Alt + X দিন । Assign এ ক্লিক করুন, বেস হয়ে গেল আপনার শর্টকাট।
Posted on: Tue, 02 Dec 2014 17:34:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015