Song of the Day (January 03, 2015) Title: Amar Klanti Artist: - TopicsExpress



          

Song of the Day (January 03, 2015) Title: Amar Klanti Artist: Aurthohin Album: Biborton Bit rate: 160 Kbps & 64 Kbps Duration: 4:57 minutes Size: 5.8 Mb & 1.9 Mb Download link is in comments. Lyrics: আর পারি না আর পারি না আমার ভীষণ ক্লান্ত লাগে আর জমে না আর জমে না রঙ্গীন স্বপ্ন মনের তলে যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায় আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায় তোমার তুমি তোমাতে নেই আমার আমি হচ্ছি বিলীন নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি জমছে ধুলো ভালবাসায় বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি আমার চোখের পাতায় আর পারি আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায় অতীত এবার বিদায় জানায় জল টলমল বর্তমান আর আগামীকে দেখছি এবার ঘনিয়ে আশা সন্ধ্যা বেলায় যাচ্ছে ধুয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায় আর পারি আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায় রাত্রি নামে নীরেট নিকস ধুসর স্মৃতি ক্লান্ত দিবস ঘুমায় আঁধার তুমি ঘুমাও বৃষ্টি পালায় ঝড় থেমে যায় শীউলি ফুলের সুবাস মেখে আমার এ রাত বয়ে যায় আর পারি আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায় আর পারি আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায় আর পারি আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়
Posted on: Sat, 03 Jan 2015 13:45:53 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015