Sons of Anarchy ফিনালে দেখে Friends, House MD, - TopicsExpress



          

Sons of Anarchy ফিনালে দেখে Friends, House MD, Six Feet Under, Boardwalk Empire মাস্টারপিসগুলার কথা মনে হল। অনেক ভাল সিরিজ গুণে-মানে উপরে উঠতে উঠতে হঠাত নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ ল্যান্ড করে, কিন্তু এই মাস্টারপিসগুলা একদম শেষ পর্যন্ত্য উৎকর্ষতা ধরে রাখতে পেরেছে। এই সিরিজগুলোর ফিনালেগুলোতে মাত্রাতিরিক্ত নাটকীয়তা ছিল না, শেষ পর্বের শেষ দৃশ্যটি পর্যন্ত্য ছুটির ঘন্টার ব্যাকুলতা ছিল। Sons of Anarchyকেও আমি এগুলোর সাথে এক সারিতে রাখব। কাহিনী, অভিনয়, থিম, আবহসঙ্গীত – সবকিছুই অতুলনীয়। কিন্তু এই সিরিজের আবহসঙ্গীতগুলো আমার কাছে একটু বেশিই চমকপ্রদ মনে হয়েছে। সিরিজটির বেশিরভাগ আবহসঙ্গীত সিরিজের নিজস্ব ব্যান্ড Forest Rangers এর পারফর্ম করা; গানের কথা আর শো’এর স্ক্রিপ্টলেখক যেহেতু একই ব্যক্তি(Kurt Sutter), তাই গানের কথা আর দৃশ্যের খাপে খাপে মিলে যাওয়াটা অদ্ভুত সুন্দর ছিল। সিরিজের ওপেনিং সাউন্ডট্র্যাক This life(https://youtube/watch?v=xHQMvhcj0EI), সিজন ১ এর ট্রেইলার ও বিজ্ঞপ্তির আবহগান Without a Trace(https://youtube/watch?v=oniQjcof87o) এবং ফিনালের এন্ডিং ক্রেডিট Come Join the Murder – তিনটা গানের ভাবের সাথে সিরিজের existential থিমের সুরেল অনুনাদ ছিল শেষ কয়েকটি মিনিট। Boardwalk Empire দেখে মনে হয়েছিল টিভি সিরিজও একটা বিশাল ব্যপ্তির শিল্পকর্ম হতে পারে; চিত্রকর্ম কিংবা বইয়ের মত কিছু কিছু টিভি সিরিজের ডিভিডি সেট সাজিয়েও ঘর আলোকিত করা যায়। একদিন অবশ্যই উপরোক্ত মাস্টারপিসগুলার পাশাপাশি Sons of Anarchy এর অরিজিনাল ডিভিডি সেট কিনে এক সারিতে সাজিয়ে রাখব। Kurt Sutter এর অসাধারণ লেখনীর নিদর্শন হিসেবে ফিনালের আবহসঙ্গীতটা পোস্ট করলাম:- Theres a blackbird perched outside my window I hear him calling I hear him sing He burns me with his eyes of gold to embers He sees all my sins He reads my soul One day that bird, he spoke to me Like Martin Luther Like Pericles Come join the murder Come fly with black Well give you freedom From the human track Come join the murder Soar on my wings Youll touch the hand of God And Hell make you king And Hell make you king On a blanket made of woven shadows Flew up to heaven On a ravens glide These angels have turned my wings to wax now I fell like Judas from grace tonight On that day he lied to me Like Martin Luther Like Pericles Come join the murder Come fly with black Well give you freedom From the human track Come join the murder Soar on my wings Youll touch the hand of God And Hell make you king And Hell make you king I walk among the children of my fathers The broken wings, betrayals cost They call to me but never touch my heart, no I am too far Im too lost All I can hear is what he spoke to me Like Martin Luther Like Pericles So now I curse that ravens fire You made me hate, you made me burn He laughed aloud as he flew from Eden You always knew, you never learn The crow no longer sings to me Like Martin Luther Or Pericles Come join the murder Come fly with black Well give you freedom From the human track Come join the murder Soar on my wings Youll touch the hand of God And Hell make you king And Hell make you king https://youtube/watch?v=FltfjztIiAU
Posted on: Wed, 10 Dec 2014 17:30:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015