Spelling Rule :- সচরাচর যেসব word এর - TopicsExpress



          

Spelling Rule :- সচরাচর যেসব word এর শেষে seed সীড উচ্চারিত হয় তাদের বানানের শেষে-cede থাকে,মনে রাখতে হবে,প্রথমে c, তারপর e , তারপর d, তারপর e. যেমনঃ- accede =সম্মত হ্‌ওয়া। concede =ত্যাগ বা স্বীকার করা। intercede =মধ্যস্ত করা। recede =পিছু হটা। secede =অপসৃত হ্‌ওয়া (দল,সম্প্রদায়,সংঘ ইত্যাদি থেকে). ব্যতিক্রম ঃ- এই নিয়মের মাত্র চারটি ব্যতিক্রম দেখা যায়। এর মধ্যে তিনটি --ceed দ্বারা সমাপ্ত এবং একটি --sede দ্বারা সমাপ্ত হয়। যেমন ঃ- exceed =অতক্রম করা। proceed =অগ্রসর হ্‌ওয়া। succeed =কৃৎকার্য হ্‌ওয়া। supersede =বাতিল করা,স্থান দখল করা। ✿-----------------------✿-----------------------✿ --------------------------------------------------------------------- নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন; ফেসবুকের নিয়মানুযায়ী নিয়মিত লাইক , শেয়ার ,কমেন্ট না করলে পেজের পোস্ট আপনাদের হোম পেইজে আর দেখা যাবে না । তাই অনেকেই আমার সব গুলো আপডেট থেকে বঞ্চিত হচ্ছেন।আমার পরিশ্রম তখনই সফল হবে যখন সবাই উপকৃত হবেন তাই প্রতিটি পোস্টে লাইক দিবেন।এবং কমেন্টে নিজের বন্ধুদের নাম মেনসন করবেন।তাইলে বন্ধুরাও মিস করবে না ।ধন্যবাদ।
Posted on: Sun, 25 Jan 2015 11:48:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015