Spetsnaz(Russia) দুনিয়ার যত Commando - TopicsExpress



          

Spetsnaz(Russia) দুনিয়ার যত Commando বাহিনী আছে তার মধ্যে Spetsnaz এর বিষেশত্ব হল এদের Training এর ধরন। দুনিয়ের স্বাভাবিক যত Training আছে এরা তো নেয়ই, আর নেয় ব্যাথা সহ্য করার Special Training, ট্রেনিং এর সময় অবশ্যই এদের শরীরের কোন একটা অংশ ভেঙ্গে ফেলা হয় যেটা এদের ট্রেনিং এর একটি অংশ। এদের দাবী হল ব্যাথাকে ভয় পেয় না, ব্যাথাকে আনন্দ পাওয়ার উপকরন হিসাবে দেখ..দুনিয়ার আর কোন কমান্ডো গ্রুপের মধ্যে এই বিভৎস ট্রেনিং নাই। এই পৈশাচিক অংশের মধ্যে আছে পাজরের হাড়, আঙ্গুল, মেরুদন্ড ভেঙ্গে ফেলা, এটা Commando Training এর শেষ পর্যায়ে ঘটে পরে চিকিৎসা করে ভাল হলে সে এক জন Spetsnaz হয়। এরা Room to Room মানে মুখোমুখি যুদ্ধে শ্রেষ্ঠ। এরা কমান্ডো অভিযানের পাশাপাশি খুব উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের বডিগার্ড হিসাবে ও নিয়োজিত। Operation সমূহঃ Operation Storm-333(Afganistan) Alleged conflict with Pakistani commandos, The Beirut hostage crisis, Second Chechen war, The Beirut hostage crisis, Moscow theater hostage crisis, 2014 intervention in Ukraine তথ্যসূত্রঃ Wikipedia +Bd defence Admin:/S\
Posted on: Tue, 21 Oct 2014 09:58:39 +0000

Trending Topics



v class="stbody" style="min-height:30px;">
viagra dailymotion

Recently Viewed Topics




© 2015