# Status টা # নেইমারের জন্য - TopicsExpress



          

# Status টা # নেইমারের জন্য উৎসর্গ করলাম.......!!!!!!!!! যুগে যুগে কালে কালে দলের সেরা ফুটবলার টিকে টার্গেট করে মাঠে নামে প্রতিপক্ষ ফুটবলাররা। # পুশকাশকে মেরে কাপ নিয়েছিলো জার্মানরা, # পেলেকে মেরে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া হয়েছিলো; এরকম অনেক উদাহরণ আছে ফুটবল বিশ্বে। আর এজন্যই মাঠে যে তিনজন রেফারি থাকে, তাদের কাজ হলো সেরা ফুটবলারদের সুরক্ষা দেওয়া। অঘোষিত এই নিয়মকেই রেফারিদের মেনে চলতে দেখেছি বছরের পর বছর। দুই যুগ ধরে ফুটবল দেখছি; কিন্তু এবারই প্রথম দেখছি এ নিয়মের ব্যত্যয়। এটা বললেও ভুল হবে; রেফারিরা এ নিয়মটিকে মানছেন না কেবল ব্রাজিলের বেলায়। অন্য দলের সেরা ফুটবলারদের ধারে কাছে গেলেই ফাউলের বাঁশি বাজছে অহরহই। কিন্তু রেফারিরা ব্রাজিলিয়ানদের মেরে খেলার অবাধ সুযোগ দিয়েছেন প্রতিপক্ষকে; আর প্রতিপক্ষও সে সুযোগটাই নিচ্ছে কেবল। # নেইমারকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জন্য কলম্বিয়ানদের কোন দোষ দেখছি না আমি; রেফারিরাই তাদের উৎসাহিত করেছে অমনটি করার জন্য। ফিফাও সম্ভবত এমন নির্দেশই দিয়ে রেখেছে রেফারিদের! রেফারিরা নাকি ব্রাজিলকে সাহায্য করছে, এমন কথা বলে বেড়াচ্ছে # আর্জেন্টাইন বোকা সমর্থকরা। এতে আমি মোটেই অবাক হই না। ছোটবেলা থেকেই দেখে আসছি, যারা যুক্তি বুঝে না, ন্যায়-অন্যায় বুঝে না, খেলা বুঝে না তারাই # আর্জেন্টিনার সমর্থন করে থাকে। একমাত্র আর্জেন্টাইন সমর্থকরাই একজন দুজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য একটি দলের সাপোর্ট করে। পৃথিবীর আর কোন দেশের সমর্থকরা একজন দুজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য একটি দলকে সমর্থন করে না। তাদের সমর্থনের পেছনে অনেকগুলো কারণ থাকে। তাই কোন আর্জেন্টাইন সমর্থকের কাছেই আমি ইতিবাচক কিছু আশা করি না। একজন পরিসখ্যান দিয়েছে, ব্রাজিল অতোটা ফাউল করেছে, কলম্বিয়া অতোটা করেছে। সে আবার খেলাটাও দেখেছে। খেলা না দেখে পরিসংখ্যানের উপর নির্ভর করলে বলার কিছু থাকতো না। আচ্ছা বলুন তো, নেইমারকে যে ফাউলটি করে বিশ্বকাপ থেকে ছিটকে দিলো ওটা কি ফাউল ছিলো না? আগে একটা ম্যাচে আচমকা নেইমারকে ডেড বলে মারা হলো। ওটা কি ফাউল ছিলো না? রেফারি কি ওগুলোকে ফাউল হিসেবে ধরেছে? পরিসংখ্যানের খাতায় উঠেছে? না। আর # মেসি যে কনুই দিয়ে প্রতিপক্ষের পেটে আঘাত করেছিলো রেফারি দেখেও ফাউলের বাঁশি বাজায় নি। মেসি ছাড়া পৃথিবীতে এমন কোন ফুটবলার কি আছে যে, এমন ফাউল করে লাল কার্ড ছাড়া বাঁচতে পারতো? বাঁচতে পারতো না। নেইমারের জন্য কেউ ব্রাজিল সমর্থন করে না। ব্রাজিলে প্রতি বছরই শত শত নেইমারের জন্ম হয়। এমন কোন সময় ব্রাজিলের জীবনে আসে নি, যখন তাদের কোন গ্রেট ফুটবলার ছিলো না। (পেলে,রোনাল্দ,রিবালদো, কাকা,নেঈমার, রোনালদিনহো) ব্রাজিলের আছে ফুটবলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরব; যা দিয়েই জিতেছে গতকালের ম্যাচটি। নেইমার-সিলভা ছাড়াই জার্মানিকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ব্রাজিল; এমনকি চ্যাম্পিয়ন হওয়ারও। # ইনশাআল্লাহ
Posted on: Sat, 05 Jul 2014 11:58:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015