Student হিসেবে খারাপ হলেও - TopicsExpress



          

Student হিসেবে খারাপ হলেও আমার brain কিন্তু মাশাআল্লাহ সেইরকম একখান মাল। সেই ১৯৯৮। BTV তে রবিনহুড দেখতাম। রবিনহুড এর নায়কটা আমার অনেক favourite ছিল। ১৯৯৮ এর World cup শুরুহলো। সবার মুখে মুখে ব্রাজিল ব্রাজিল শুনতাম। ওরা ভাল খেলে এই করে সেই করে। স্রোতে গা না ভাসিয়ে বিপরিতে যাওয়াটা সেই ছোট বেলার অভ্যাস। বলা বাহুল্য আমার জন্ম ১৯৯০তে। আব্বু বলতো ১৯৯০ এর World cup এ Maradona গোল দেয়ার পর নাকি আমার জন্ম :D পেপারে তখন খালি ছবি দেখতাম। খেলার আগেরদিন দাদা পেপার আনল আর সেই পেপারে আমি খুজে পেলাম আমার রবিনহুড কে যাকে সবাই Batistuta নামে জানে। সেইবার Netherland কাছে হেরে আমার রবিনহুড বিদায় নেয়। ২০০২। তখন অনেক ভাল বুজি। আগে থেকেই শুনে আসছিলাম এইটাই আমার রবিনহুড এর শেষ World cup Nigeriar সাথে থেকে এমন একটা গোল করল আমার Batistuta এখনো মনে আছে আমি লাপ দিয়ে আমাদের খাট ভেংগে ফেলি। Clear মনে আছে Argentina vs England এর খেলা। ওইটাই ছিল আমার ছোট বেলার রবিনহুড এর শেষ ম্যাচ। Batistuta কে মাঠ থেকে উঠিয়ে দিল। Free kick এ England গোল দিল। Argentina বাদ হয়ে গেল World cup থেকে আর মাঠে বসে বসে কাদল আমার রবিনহুড আর কাদালো আমাকে। ২০০৬ ২০১০ এ ও কাদতে হলো। ২০০৬ গেল ২০১০ গেল আমার দল খালি হাতেই ফিরল। আজ ২০১৪। আজ কাদতে চাইনা। সবাই বলে মেসির জন্য হলেও আজ জিততে হবে আর আমি বলবো আজ কারো জন্য নাহোক আমার রবিনহুড জন্য হলেও জিততে হবে। আমার দল ৫বার জিতেনাই। আমার দল খুব বেসি ভালও খেলেনা তবু আমি আমার দলের হয়ে বলব #Vamos_Argentina কারন প্রেমটা যে ১৬ বছরের পুরনো :) #Batistuta #Tevez #Messi
Posted on: Sun, 13 Jul 2014 09:24:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015