#Syed_Mustak_Mahmud_Shetu একটা চতুর্ভুজ - TopicsExpress



          

#Syed_Mustak_Mahmud_Shetu একটা চতুর্ভুজ প্রেমের গল্প বলি। একটা মেয়ের পিছে ৩ টা ছেলে ছিলো। ৩ তা ছেলেই বেশ মেধাবী এবং মেয়ে টা কে বেশ পছন্দ করে। মেয়ে টা আবার একটূ ক্যারিয়ার পাগল। ইঞ্জিনিয়ার ছেলে তো লাগবেই... তাও আবার যেন তেন না... বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে। ছেলে ১,২,৩ সবাই ই মেয়েটার মনের আশা জানে। তবে সব থেকে খুশি হয় ছেলে ২। কারন তার নিজের ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার খুব শখ!! অথচ ছেলে ১ হতে চায় সিভিল ইঞ্জিনিয়ার, ৩ হতে চায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ছেলে ১ ২ ৩ সবাই ই শেষে বুয়েটে চান্স পায়... ১ আর ৩ এর পজিশন থাকে ১০০ এর মধ্যে... যেটা কিনা সি এস ই পাওয়ার অনুকূলে। কিন্তু বেচারা সি এস ই পাগল ২ চলে যায় কিছু দুরের পজিশন এ। সে শেষমেশ সাস্ট সি এস ই তে ভর্তি হলো। এখন ১ ২ ৩ তিন জনের ই মেয়ের কাছে প্রেম প্রস্তাব প্রেরনের প্রস্তুতির পালা... কি করবে তারা!! ২ আগেই রিজেক্ট... কারন তার পৃষ্ঠদেশে সে বুয়েটিয়ান ট্যাগের বদলে সি এস ই ট্যাগ লাগিয়েছে। এখন ১ আর ৩ বাকি... ২ জনের ই সি এস ই নেয়ার যোগ্যতা আছে। আর সি এস ই নিলেই জগতের সবচেয়ে সুন্দরী মেয়ে তার। কিন্তু ঝামেলার কথা আগেই বলেছি...... ১ এর পছন্দ সিভিল, আর ৩ এর কেমি। তাদের সামনে ২ টি রাস্তা, হয় প্যাশন নয়ত মেয়ে।। তো শেষমেশ ১ তার প্যাশন বিসরজন দিয়ে মেয়ে কে আপন করে... আর ৩ মেয়ে কেই বিসরজন দেয়। অতঃপর...... ১০ বছর পর......... ছেলে ২ মাইক্রসফটে চাকরী করে... ৩ এর নিজের একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি হয়।। আর ১!! সে অনেক বছর আগেই পাগল হয়ে যায়।। উপ্রের গল্পে সুন্দরী মেয়ে টা হচ্ছে, আমাদের সমাজ আর সমাজের ডিমান্ড। নিজের প্যাশন এর দিকে না তাকিয়ে কথিত সুন্দ্রী মেয়ের দিকে তাকালে পাগল হওয়া ছাড়া কিছু হওয়া সম্ভব না i guess .... গাজাখড়ের মত আপনাদের সময় নষ্ট করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত... কারন প্রেম কাহিনী বলে শুরু করেও আমি নিশ্চিত ইহা পড়ে কারো ফিলিংস মাথা চারা দিয়ে ওঠে নাই।
Posted on: Wed, 17 Dec 2014 17:05:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015