TO Mrs. MITA HAQUE: আমি কোন রাজনীতি - TopicsExpress



          

TO Mrs. MITA HAQUE: আমি কোন রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আপনার সাথে কখনও যদি সাক্ষাতে দেখা পেয়ে যাই, আপনার কাছে কিছু প্রশ্ন রাখব। এর জবাবগুলো তৈরী করে ফেলুনঃ ১. বাংলাদেশ সংবিধান আর্টিকেল (১) পড়ে দেখেছেন কি কখনো? পড়ার পর আমাদের জাতীয়তার ব্যপারে আপনার মতামত কি? ২. আদিবাসী ও তার মর্মার্থ কি? আপনি কি জানেন আদিবাসীরা নিজেদের আদিবাসীই দাবী করে আসছে আজ পর্যন্ত? এমন কি তারা নিজেদের বাংলাদেশী বলে কখনও দাবী করে না? ৩. রাজনৈতিক দলগুলো স্বার্থ হাসিলের জন্য ইতিহাস বিকৃত করছে, আর আপনি করছেন আমাদের জাতীয়তা। এ ব্যাপারে দ্বিমত আছে কি আপনার? যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক জাতীয়তার সংজ্ঞা কে বদলাবার অধিকার কি আদালত আপনাকে দিয়ে দিয়েছে? ৪. কেউ যদি তার ধর্মীয় মতাদর্শে থেকে তার জীবন পরিচালনা করতে চায়, সবিধান মতে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের কাছে আপিল করার কোন এখতিয়ার বা অবকাশ কি আছে? ৫. আপনি বিভিন্ন ধর্মের নমুনা দিয়ে বাংলাদেশীদের আলাদা করতে চাচ্ছেন। এটা কি এক পর্যায়ের ধর্মীয় ও জাতী দাঙ্গার পিছনে motivation নয়? এ জন্য কি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যায় না? আপনি একজন শিল্পী বলে হয়তো আবেগে অনেক কথাই বলে ফেলেছেন যা এই দেশের মানুষকে মর্মাহত করেছে। এত সুন্দর একটা জাতির মধ্যে বিভিন্ন self made theory দিয়ে আপনি প্রমাণ করেছেন জাতির একটি অংশ আপনার হলেও আরেকটি আপনার শিল্পীমন মেনে নিতে পারেনি। আপনি অনেক বড় শিল্পী হতে পারেন, তবে আমি আপনাকে বলব, মনটা সাদা না হওয়ার আগ পর্যন্ত আপনার সৃষ্টি পরিপুর্ণ হবে না। আমি আরও বলব, আপনি যে বিষয়ে কথা বলছেন তা পারিবারিক নয়, সেটা পুরো একটা জাতি নিয়ে। সুতরাং এসব ব্যাপারে কথা বলার আগে দুবার ভেবে নেয়া একান্ত কাম্য। ---ধন্যবাদ।
Posted on: Mon, 12 Aug 2013 00:03:51 +0000

Trending Topics



c-891098584243869">Achieve Glowing White Skin You ve Never Had Before!! We choose

Recently Viewed Topics




© 2015