Tag Question (part-02) ইংরেজি - TopicsExpress



          

Tag Question (part-02) ইংরেজি ব্যকারনে Tag Question এর উপর ২০ টি ভিন্ন নিয়ম কানুন Like Admin : Aesthetic Shohag Nile রয়েছে যা তোমাকে Tag এর উপর আগত কঠিন প্রশ্নের সমাধান করতে সাহায্য করবে। এই ২০ নিয়মের মধ্যে তুমি শিখতে যাচ্ছ Tag questions এর সহজ কৌশল যা ব্যবহার করে তুমি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরীক্ষায় যেমন জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিভিন্ন চাকুরীরপরীক্ষায় Tag এর উপর প্রশ্ন সুমুহের উত্তর করতে পারবে। এর পূর্বে আমি এর উপর আরও একটি অধ্যায় প্রকাশ করেছিলাম যেখানে Tag Questions এর মৌলিক বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এবং এর গঠনতত্ত্ব। যদি তুমি পূর্বে সেই অধ্যায়টি Tag Questions in English Grammar না পড়ে এই অধ্যায়টি পড় তবে অনেক কিছুই বুঝতে সমস্যা হতে পারে। ০১. যদি একটি imperative বাক্য (let’s) শব্দ দিয়ে শুরু হয় তবে tag হবে ‘Shall we?’ Example: Let`s play football, shall we? ০২. যদি একটি imperative বাক্য (don’t/let him/let me/let her/let them) শব্দ দিয়ে শুরু হয় তবে tag হবে ‘will you?’ Examples: Don`t run in the sun, will you? Let him play the cricket now, will you? ০৩. যদি একটি imperative বাক্য verb শব্দ দিয়ে শুরু হয় এবং তা দিয়ে আদেশ,অনুরধ বা উপদেশ বোঝায় তবে ‘Will you/would you/can you/could you?’ হবে উত্তরে। Examples: Finish the work as soon as possible, will you? Please stay here for them, will you? ০৪. যদি বাক্যের subject হিসেবে ‘Someone/ somebody/everyone/everybody/none/ nobody/anyone/anybody’ থাকে তবে তুমি pronoun হিসেবে ‘they’ বসাবে। Examples: Somebody came here, didn`t they? Everybody wants to be happy in life, don’t they? ০৫. যদি বাক্যের subject হিসেবে ‘Something/ everything/anything/nothing’ থাকে তবে তুমি pronoun হিসেবে ‘it’ বসাবে। Examples: Everything is similar to you, isn`t it? Something is similar to it, isn’t it? ০৬. যদি বাক্যের subject হিসেবে ‘Here/there/ it’ থাকে তবে এদের pronoun একই হবে tag question এর ক্ষেত্রে। Examples: There was a pond, wasn`t there? Here is your new note-book, isn’t here? ০৭. ইংরেজিতে শুধুমাত্র ‘no বা not’ না- বোধক বাক্যের চিহ্ন নয়। আরও কিছু শব্দ রয়েছে যেগুলো থাকলে সেই বাক্যটিকে না-বোধক রূপে গণ্য করতে হবে এবং তখন tag এর উত্তর হাঁ- বোধকে হবে। (few/little/bit/never/hardly/ scarcely/barely/rarely/seldom/no sooner had/nobody/none/no one/nothing/without) Examples: They hardly come here, do they? I have few tickets now, have I? You never study hard, do you? ০৮. Complex sentence এর ক্ষেত্রে তুমি দুটি বাক্য পাবে যার একটি হল principal clause এবং অপরটি হল sub-ordinate clause । মনে রাখবে tags করার জন্য তোমাকে সবসময় principal clause টি অনুসরন করতে হবে। principal clause চেনার একটি সহজ উপায় রয়েছে। যদি তুমি দুটি বাক্যের মাঝে কোন কমা(,) পাও তবে ২য় বাক্যটি principal clause এবং তার subject এবং tense অনুসরন করে করতে হবে। কিন্তু যদি কোন কমা না থাকে তবে ১ম বাক্যটি principal clause হবে। Examples: As they phoned me, I went there, didn`t i? The boy waits here though I have ordered him to leave, doesn’t he? ০৯. যদি বাক্যটি ‘All of us/some of them/ none of you’ দিয়ে শুরু হয় তবে tag করার সময় এদের subjective রূপটি ব্যবহার করতে হবে যেমনঃ (All of us=we)/(some of them=they)/(none of you=you) Examples: None of us can buy it, can we? All of us were present in the last class, weren’t we? ১০. যদি আমরা বাক্যের subject হিসেবে ‘summer/fire/sun’ পাই তবে এর pronoun হিসেবে ‘he’ বসাতে হবে কিন্তু যদি আমরা ‘moon/ship/country/river’ পাই তবে এর pronoun হিসেবে ‘she’ বসাতে হবে Examples: Summer is a hard time, isn’t it? The country has developed, hasn’t she? বাকি রুলসগুলো পেতে লাইক দিয়ে একটিভ থাকুন।
Posted on: Sun, 14 Dec 2014 04:54:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015