The Quran & the Bible in the Light of History & Science William - TopicsExpress



          

The Quran & the Bible in the Light of History & Science William F. Campbell ১৯৯২ সালে এই বইটি পাবলিশ হবার পর এটি একটি বেস্ট সেলার বই হিসেবে ব্যাপক বিক্রি হয়। এই বইটি তে কোরআনের ২০ টি মৌলক ডাক্তারি ভুল তুলে ধরা হয়।যেমন শিশুর জন্ম নিয়ে কোরআন এর আয়াত তুলে ধরে এই বই এ কোরআন এর ভুল গুলো খুবই তথ্য সহকারে তুলে ধরা হয়। ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের লেখা বইটির ধরা কোরআন এর বৈজ্ঞানিক ভুল গুলোর ব্যাখ্যা জবাব দিতে মুসলীম সমাজ পুরুপুরি ব্যার্থ ছিল। কেউ পারছেন না এই বই এর চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিক ব্যাখ্যা দিতে। কত আলেম কত বিদ্যান মুসলীমদের ছিল। সবাই উইলিয়াম ক্যাম্বেলের তোলা অভিযোগের জবাব দিতে বার্থ্য হল। মুসলীমদের মাথা নত ছিল ২০০০ সাল পর্যন্ত। অবশেষে একজন সাধারণ এম বি বি এ পাশ ডাক্তার চ্যালেঞ্জ দিলেন ভ্রুণু গবেষক বিখ্যাত ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল কে। তাঁর লিখিত বই এর সকল অভিযোগের জবাব দিলেন এক এক করে। ডঃ ক্যাম্বেল ঐ সাধারণ MBBS পাশ ডাক্তারের দেয়া ব্যাখ্যা দেখে অবাক হতাবাক আর বাগরুদ্ধ হয়ে বিতর্কে স্বীকার করেন তাঁর আরো পড়তে হবে এই নিয়ে। সেই বিখ্যাত সফল বিতর্কের পর আমাদের নীচু শীর আবার উচু হয়। আমরা গর্ব করেই বলি আমাদের কোরআনে কোন বৈজ্ঞানিক ভুল নেই। সেটা বলার মত পরিবেশ আমরা পাই সেই বিখ্যাত বিতর্কের পর থেকে বিতর্কটি অনুষ্ঠিত হয় আমেরিকায়। সিকাগোতে। এপ্রিলে। ডাঃ উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিতর্ক করেন ডাঃ জাকির নায়েক। বিতর্কের টপিক ছিলঃ The Quran and the Bible: In the Light of Science যেই বিতর্কের পর পুরা খ্রিশ্চিয়ানিটি কে একেবারে চুপ করিয়ে দিলেন ডাঃ জাকির, সেই জাকির নায়েক কে এত দিন ধরে চুপ করে মিন মিন করে ( কোরআনের কথিত বৈজ্ঞানিক ভুল গুলো নিয়ে ) থাকা আলেমরা বলে সে তো ইয়াহুদি নাসারার দালাল !! হাস্যকর ও চরম দুঃখজনক।
Posted on: Sun, 24 Aug 2014 13:34:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015