The budget is reducing the campaign Assigns Barua Book cinema - TopicsExpress



          

The budget is reducing the campaign Assigns Barua Book cinema has found the digital breeze. Now this is the beginning of the air shaft manufacturers sitakaleo bhasacchena everyone nose. The budget is not a new initiative, reducing the campaign. Now 35 mm. Any director of the film cameras are shooting pictures. Advanced technology of digital camera manufacturers are shooting. Two years ago, a photo from start to finish was a prayojakake to spend a minimum of one million. For the film to be released when the movie would have cost nearly one lakh for each print. If the release of the movie it would take a minimum of 50 and a half million. Campaign poster for the film producers just used. Poster advertising campaign, but the others were limited to a few producers. Reduced cost compared to previous pictures now. Now 35 mm. Not shooting film. Digital camera manufacturers are shooting groove. If you pay the extra for the movie pictures to print and not producers. Displaying images through digital prajekasanera. Video does not facilitate piracy. So without the benefit of having a propaganda film producers are released. According to producers, digital technology to create images. Or yet again takes the campaign! Found in situ-deharaksi , complicated love , This Love , soil pinjira , Youre the ring and the latest Romeo 013 campaign images have been released without charge. Take digital pictures of local interest in the film when the audience could be seen, in the absence of propaganda films, just when the audience could not bring any attention! The film producers in Hollywood photo by comparing themselves with empty photo in a variety of fire. The creators of the poster and Facebook has just prisoners themselves. While all digital system manufacturers and producers in the propaganda system, there is still analogue. ছবির বাজেট কমলেও প্রচারণা নেই নিপু বড়ুয়া চলচ্চিত্রের পালে ডিজিটাল হাওয়া বইতে শুরু করেছে। শুরুতে নির্মাতারা নাক সিটকালেও এখন এই হাওয়ায় গা ভাসাচ্ছেন সবাই। ছবির বাজেট কমলেও প্রচারণার নেই নতুন উদ্যোগ। এখন ৩৫ মিমি. ফিল্মের ক্যামেরায় ছবির শুটিং করছেন না কোনো পরিচালক। নির্মাতারা উন্নত প্রযুক্তির ডিজিটাল ক্যামেরায় ছবির শুটিং করছেন। দুই বছর আগের কথা, একটি ছবির কাজ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত একজন প্রযোজককে সর্বনিম্ন এক কোটি টাকা ব্যয় করতে হতো। এরপর ছবিটি সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য প্রতিটি প্রিন্টের জন্য খরচ হতো প্রায় এক লাখ টাকা। সর্বনিম্ন ৫০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিলে ব্যয় দাঁড়াতো প্রায় দেড় কোটি টাকা। তখন ছবির প্রযোজকরা শুধু প্রচারণার জন্য পোস্টার ব্যবহার করতেন। গুটিকয়েক প্রযোজক বিজ্ঞাপন প্রচার করলেও বাকিরা পোস্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। বর্তমানে আগের তুলনায় ছবির ব্যয় কমেছে। এখন ৩৫ মিমি. ফিল্মে শুটিং হচ্ছে না। ডিজিটাল ক্যামেরায় মনের মতো শুটিং করছেন নির্মাতারা। ছবি সিনেমা হলে প্রদর্শনের জন্য বাড়তি অর্থ খরচ করে প্রিন্ট করতে হচ্ছে না প্রযোজকদের। ডিজিটাল প্রজেকশনের মাধ্যমে ছবি প্রদর্শিত হচ্ছে। ভিডিও পাইরেসির ঝক্কি নেই। এত সব সুবিধা থাকার পরও ছবির প্রযোজকরা প্রচার-প্রচারণা ছাড়াই ছবি মুক্তি দিচ্ছেন। প্রযোজকরা জানান, ‘ডিজিটাল প্রযুক্তিতে ছবি তৈরি করছি। এর জন্য আবার কোনো প্রচারণা লাগে নাকি!’ সরজমিনে দেখা গেছে-‘দেহরক্ষী’, ‘জটিল প্রেম’, ‘এই তো ভালবাসা’, ‘মাটির পিঞ্জিরা’, ‘তুমি সেই অনামিকা’ ও সর্বশেষ ‘রোমিও ২০১৩’ ছবি মুক্তি পেয়েছে বিনা প্রচারণায়। ডিজিটাল ছবি নিয়ে দেশীয় চলচ্চিত্রে যখন দর্শকদের আগ্রহ দেখা গেল, ঠিক তখনই প্রচারণার অভাবে ছবিগুলো দর্শকদের তেমন নজর কাড়তে পারেনি! এসব ছবির প্রযোজকরা হলিউডের ছবির সঙ্গে নিজেদের ছবির তুলনা করে ফাঁকা বুলি ছুড়ছেন বিভিন্নভাবে। শুধু পোস্টার ও ফেসবুকের মধ্যে নির্মাতারা নিজেদের বন্দি রেখেছেন। সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে হলেও প্রচারণার ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজকরা রয়েছেন এখনও অ্যানালগ সিস্টেমে। alokitobangladesh/cuture-entertainment/2013/06/11/4540/print
Posted on: Sun, 28 Sep 2014 23:56:45 +0000

Trending Topics



/b>
Peach Rice Cake or Png Tao (饭桃, 米包米, 饭粿,

Recently Viewed Topics




© 2015