The effect of indian chanel ড্রইং রুম এ - TopicsExpress



          

The effect of indian chanel ড্রইং রুম এ টিভি দেখছি,এমন সময় আম্মু এসে বলল বিষ দে ,বিষ । আমি বললাম ও মাই গড !! কেন হইছে কি ? সুইসাইড করবা কেন ? আম্মু বলল " আরে ফাজিল,রিমোট এ ২০ নাম্বার চ্যানেল দে ,স্টার জলসা তে" টাপুর টুপুর দেখব " হুম ,আরিফ ভাই এমন একটা স্টাটাস দিয়েছিলেন ২ মাসআগে । তেমন ঘটনা সত্তিকার ভাবে ঘটেছে বাংলাদেশে ।। গতকাল ভারতীয় চ্যানেল “স্টার জলসা”য় প্রচারিত “টাপুর-টুপুর” সিরিয়াল দেখতে না দেওয়ায় আত্মহত্যা করেছে রেখা (১৬) নামের এক কিশোরী। সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বাসুরিয়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মায়ের ওপর অভিমান করে সে আত্মহননের পথ বেছে নিয়েছে বলে তার পরিবারেরবরাত দিয়ে পুলিশ জানিয়েছে। আমাদের দেশি চ্যানেল,ভারতে দেখানো হয়না। অথচ ,তাদের স্টার জলসা দেখার জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দেই!!!!!!
Posted on: Tue, 24 Sep 2013 18:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015