This article was originally written by Nazmul Pintu. Please - TopicsExpress



          

This article was originally written by Nazmul Pintu. Please accredit him and BISF if you wish to publish this article anywhere. ফিনল্যান্ডে থাকার জন্যে আপনার অন্তত একটা কারণ দরকার : নিচের যে কোনো কারণের একটি আপনার থাকলে, আপনি ফিনল্যান্ডে রেসিডেন্ট পার্মিট/ভিসা এর জন্যে আবেদন করতে পারবেন ; # দীর্ঘমেয়াদী থাকার জন্যে : ১. ফিনল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে/শিক্ষা প্রতিষ্ঠানে Admission থাকলে ২. ফুল টাইম কাজ (প্রতি সপ্তাহে ৩৭.৫ ঘন্টা কাজ/ট্যাক্স বাদ দিয়ে কম করে হলেও হাজারের উপরে ইনকাম) ৩. পরিবারের কোনো সদস্যের ফিনল্যান্ডে থাকার অনুমতি থাকলে তার উপরে পারবারিক ভাবে/spouse ৪. রাজনৈতিক প্রার্থিতা গ্রহণ/Asylum Seeker আমরা উপরের তিনটি কারণের যেকোনো একটিতে আপনাদের ফিনল্যান্ডে আসার জন্যে উত্সাহ দেই :) # স্বল্পমেয়াদী থাকার জন্যে : ১. একজন টুরিস্ট/পর্যটক হিসাবে ভ্রমনে ২. কোনো ক্ষেত খামারে গ্রীষ্মকালীন কাজ পেলে নির্দিষ্ট সময়ের জন্যে ৩. ইউরোপিয়ান ইউনিয়ন এর রেসিডেন্ট পার্মিট/ভিসা থাকলে (৩ মাস থাকতে পারবেন) ৪. কোনো কোম্পানিতে স্বল্প সময়ের জন্যে কাজের অনুমতি/আহবান পত্র পেলে ৫. আরো কিছু কারণ , সবগুলা ধীরে ধীরে বর্ণনা করবোনে পরে :) সারা ফিনল্যান্ডের ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে লিখিলেও এক একটা প্রবন্ধ লেখা যায় :) Reference: https://facebook/groups/Incoming.students.finland/permalink/675438445905078 HSA Country - Topic Related SubGroups or Collaboratives: https://facebook/notes/451447881583565 HIGHER STUDY SOCIETIES in different universities: https://facebook/notes/451435261584827 প্রবাসে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন HigherStudyAbroad™ Bangladesh Chapter (HSA) এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/HigherStudyAbroad ফিনল্যান্ডে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন Bangladeshi Incoming Students Finland এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/Incoming.students.finland
Posted on: Thu, 18 Dec 2014 20:46:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015