This article was originally written by Rabiul Islam Burhan. Please - TopicsExpress



          

This article was originally written by Rabiul Islam Burhan. Please accredit him and CUET HSS if you wish to publish this article anywhere. USA তে Admission ও Funding/ Scholarship এর ক্ষেত্রে জিপিএ এর গুরুত্ব..................... একটা সময় ধারনা ছিল, শুধুমাত্র ক্লাসের প্রথম কয়েকজন অথবা যাদের বাপের টাকা আছে তারাই উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে, হয়েছেও তাই। কিন্তু, বর্তমানে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষা, যেমন জি আর ই, থাকার কারনে এগুলোতে ভালো করে কম জিপিএ ধারীদের ভালো ছাত্র প্রমানের সুযোগ আছে। ইউএসএ তে আমি এমন অনেককেই চিনি যারা ৩.০০ এর নীচে জিপিএ নিয়েও ফুল ফান্ডিং সহ এম এস করছে। ভাল জিপিএ থাকাটা অনেক বড় প্লাস পয়েন্ট হলেও আমেরিকান ইউনিভার্সিটিগুলো ভর্তি-ফান্ডিং ডিসিশান নেয় কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে, যেমনঃ ১) জিপিএ ২) জি আর ই ৩) টোফেল/ আ ই এল টি এস ৪) পাবলিকেশন উপরের সবগুলো ফ্যাক্টর যাদের যাদের ভালো তাদের ফান্ডিং নিয়ে কোন চিন্তাই করতে হয়না ( এমন কি পাব্লিকেশন না থাকলেও)। কিন্তু, জিপিএ অথবা জি আর ই কোন একটা খারাপ হলেও শেষ পর্যন্ত ফান্ড ম্যানেজ হয়েই যায়। USA তে টোফেল/ IELTS এর minimum requirement থাকে ( for most universities its 6.5 for IELTS and 79 for TOEFL) আর বেশি হলে তো অবশ্যই হেল্পফুল। ( Good speaking score helps lot getting Teaching Assistantship, 23+ for TOEFL & 7+ for IELTS) আমার অভিজ্ঞতার ভিত্তিতে USA তে এডমিশান+ ফান্ডিং এর একটা safe কম্বিনেশন দিচ্ছি, GPA 3.8+ , GRE 320 TOEFL 100, will get fund from good schools GPA 3.8+, GRE 305-320 ,TOEFL 85-100, will get fund easily GPA 3.5-3.8, GRE 305-310, TOEFL 85+. have good funding possibility GPA 3.2 - 3.5, GRE 310 + , TOEFL 92+ . have good funding possibility GPA 3.2-3.5, GRE 305+ , TOEFL 92+, funding is possible. GPA 3.0-3.2 GRE 305, TOEFL 92+, funding is not impossible. GPA 2.8-3.00, GRE 305-315, TOEFL 92+, FUNDING IS NOT IMPOSSIBLE ! যাদের English background খুব বেশি strong না, তাদের জন্য কয়েক মাসের চেষ্টায় জি আর ই তে ভালো করে অনেক কঠিন। সেজন্য সেকেন্ড/ থার্ড ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করলে অথবা এসময়ের মধ্যে 1500-2000 জি আর ই শব্দ মুখস্থ করতে পারলে বের হয়ে জি আর এ তে ভালো করা কোন ব্যাপার ই হবেনা। আর,জি আর ই এর ভালো প্রিপারেশন থাকলে টোফেল এর জন্য এক সপ্তাহের প্রিপারেশন এ যথেষ্ট, তাই, এটা নিয়ে এখন থেকেই চিন্তা করার দরকার নাই। *** USA তে লাস্ট ২ বসরের জিপিএ অনেক বেশি গুরুত্ব পায়, তাই যাদের প্রথম দিকের জিপিএ খারাপ তারা এখন ভালো করার চেষ্টা কর। Reference: https://facebook/groups/CUET.HSS/permalink/748075695286908 প্রোফাইল বনাম সিজিপিএ (ইউএসএ) - কিছু উদাহরণ: https://facebook/HigherStudyAbroad/posts/679675022074704 প্রবাসে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন HigherStudyAbroad™ Bangladesh Chapter (HSA) এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/HigherStudyAbroad চুয়েটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন CUET Higher Study Society এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/CUET.HSS HSA Country - Topic Related SubGroups or Collaboratives: https://facebook/notes/451447881583565 HIGHER STUDY SOCIETIES in different universities: https://facebook/notes/451435261584827
Posted on: Mon, 15 Dec 2014 04:10:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015