Tit for tat পলিসি ছাড়া বিএনপির - TopicsExpress



          

Tit for tat পলিসি ছাড়া বিএনপির সামনে বোধ হয় অন্য কোন উপায় নেই। আওয়ামী লীগ নিজে যে রাজাকারের সংজ্ঞা তৈরি করেছে তারেক রহমান শুধু সেটাই বঙ্গবন্ধুর বেলায় প্রয়োগ করেছেন। যে সংজ্ঞা দিয়ে জিয়া, জলীল, কাদের সিদ্দিকী ও একে খন্দকার সহ আরো অনেককে রাজাকার বানানো হয়েছে সেই একই সংজ্ঞার মাধ্যমে অনেক আগেই বঙ্গবন্ধু রাজাকার হয়ে পড়েন। তারেক রহমান শুধু fill up the blanks এর কাজটি করেছেন।
Posted on: Thu, 18 Dec 2014 07:06:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015